শিরোনাম
◈ যুক্তরাষ্ট্র সরে এলে বিশ্বরাজনীতিতে নেতৃত্ব দেবে কে: বাইডেন ◈ মিয়ানমার সেনাসহ ২৮৮ জনকে ফেরত পাঠালো বিজিবি ◈ উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির ৬৪ নেতাকে কারণ দর্শানোর নোটিশ ◈ বর্ধিত ভাড়ায় ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু ◈ বাড়ছে না শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি ◈ মা হিসেবে পূর্ণ অভিভাবকত্ব পেয়ে দেশের ইতিহাসে নাম লেখালেন অভিনেত্রী বাঁধন ◈ আরও তিন মামলায় জামিন পেলেন মামুনুল হক ◈ সাজেকে ট্রাক খাদে পড়ে নিহতের সংখ্যা বেড়ে ৯ ◈ তাপপ্রবাহে উচ্চ স্বাস্থ্য ঝুঁকিতে শিশুরা,  বাড়তি সতর্কতার পরামর্শ ইউনিসেফের ◈ মন্ত্রী ও এমপিদের নিকটাত্মীয়রা প্রার্থিতা প্রত্যাহার না করলে সময়মতো ব্যবস্থা নেওয়া হবে: ওবায়দুল কাদের 

প্রকাশিত : ০৪ নভেম্বর, ২০১৭, ০২:০০ রাত
আপডেট : ০৪ নভেম্বর, ২০১৭, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জন্মভিটায় অঝোরে কাঁদলেন পশ্চিমবঙ্গের বিধানসভার স্পিকার

খোকন আহম্মেদ হীরা, বরিশাল : ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় প্রায় ৬৭ বছর পর শুক্রবার সকালে নিজ জন্মভিটা পরিদর্শন করে অঝোরে কেঁদেছেন।

এসময় স্পিকারের সাথে তার স্ত্রী নন্দিতা বন্দ্যোপাধ্যায় ও একজন ভারতীয় সাংবাদিক উপস্থিত ছিলেন।

বরিশালের ঐতিহ্যবাহী ব্রজমোহন কলেজ সংলগ্ন দোতালা বাড়িতে ১৯৪৭ সালে জন্মগ্রহণ করেন বিমান বন্দ্যোপাধ্যায়। তার বাবা ছিলেন বরিশাল আদালতের প্রখ্যাত আইনজীবী প্রাণতোষ বন্দ্যোপাধ্যায়।

দাদা সতীশচন্দ্র বন্দ্যোপাধ্যায়ও ছিলেন একই আদালতের আইনজীবী। ব্রজমোহন কলেজ সংলগ্ন দোতলা বাড়িতে থাকতেন তারা।

শুক্রবার সকাল দশটায় নিজ জন্মভিটা পরিদর্শনের সময় অঝোরে কেঁদেছেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। পরবর্তীতে বিএম কলেজ পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের কাছে বলেন, নিজের জন্মভিটা পরিদর্শনের এ অনুভূতি বলে বোঝাতে পারবো না।

একটা বিশেষ পরিস্থিতিতে শিশুবয়সে পিতৃভূমি ছেড়ে চলে যেতে হয়েছিল আমাদের পুরো পরিবারকে। কলকাতায় গিয়েও একটা করুন অবস্থার মধ্যে পরেছিলাম। অনেকদিন ধরেই বুকের ভেতর চাঁপা প্রত্যাশা ছিল জন্মভূমিতে আসার। আজ সে আশা পুরন হয়েছে। একইসাথে বরিশালের আতিথিয়তায় আমাকে মুগ্ধ করেছে।

বিমান বন্দ্যোপাধ্যায় আরও বলেন, ভারত-বাংলাদেশের সু-সম্পর্ক দীর্ঘদিনের। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর সাথে বাংলাদেশের প্রধানমন্ত্রীর অত্যন্ত সু-সম্পর্ক এবং সে সম্পর্কটা বজায় থাকবে এটা আমি বিশ্বাস করি।

পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের পারস্পারিক স্বার্থ বিষয়ে সেরকম কোন মতবিরোধ আছে বলে আমার মনে হয়না। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি চান বাংলাদেশের মানুষ সুখে থাকুক, শান্তিতে থাকুক।

শুক্রবার বেলা এগারোটায় স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় দম্পত্তি মনসা মঙ্গলের কবি বিজয় গুপ্তের প্রতিষ্ঠিত আগৈলঝাড়ার গৈলার মনসা মন্দির পরিদর্শন করেন। এসময় সেখানে তাকে ফুলেল শুভেচ্ছা জানান জেলার দুইবারের শ্রেষ্ঠ মাহিলাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈকত গুহ পিকলু।

ওইদিন বিকেলে বরিশাল মহাশ্মশান ও চারন কবি মুকুন্দ দাশ প্রতিষ্ঠিত কালিমন্দির দর্শন করেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় দম্পত্তি।

আগামীকাল শনিবার সকাল ১০টায় বরিশাল সিটি করপোরেশনের মেয়রের সাথে সৌজন্য সাক্ষাত, বেলা ১১টায় নগরীর সার্কিট হাউজ সম্মেলন কক্ষে সুধীজনদের সাথে মতবিনিময় ও কবি জীবনানন্দ দাশ লাইব্রেরি পরিদর্শন শেষে দুপুরে আকাশপথে ঢাকার উদ্দেশ্যে বরিশাল ত্যাগ করবেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়।

সূত্রমতে, আগামী ৫ নভেম্বর থেকে ঢাকায় অনুষ্ঠিতব্য কমনওয়েলথ পার্লামেন্টারী কনফারেন্সে যোগ দেয়ার দুইদিন আগে বৃহস্পতিবার বিকেলে ঢাকা থেকে আকাশপথে জন্মস্থান বরিশালে পৌঁছেছেন ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। স্পিকারের সাথে তার স্ত্রী নন্দিতা বন্দ্যোপাধ্যায় ও একজন ভারতীয় সাংবাদিক রয়েছেন। বরিশাল জেলা প্রশাসক মোঃ হাবিবুর রহমান, পুলিশ সুপার সাইফুল ইসলাম বরিশাল বিমানবন্দরে উপস্থিত স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় দম্পত্তিকে অভ্যর্থনা জানিয়ে জেলা সার্কিট হাউজে নিয়ে আসেন।

সেখানে বিমান বন্দ্যোপাধ্যায়কে রাষ্ট্রীয় অভিবাদন (গার্ড অব অর্নার) জানানো হয়। ওইদিন সন্ধ্যায় বরিশাল সার্কিট হাউজে মহানগর আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ, জেলা আওয়ামীলীগের সদস্য ও পৌর মেয়র মোঃ হারিছুর রহমান, গৌরনদী উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট সাহিদা আক্তারসহ বানারীপাড়া ও উজিরপুর উপজেলা চেয়ারম্যান ও পৌর মেয়রগণ স্পিকারকে ফুলেল শুভেচ্ছা জানান।

সূত্রে আরও জানা গেছে, কলকাতার গার্ডেন বীচ মাধ্যমিক বিদ্যালয়ে পড়াশুনা শেষে আইন শাস্ত্রে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে উচ্চতর ডিগ্রী নেন বিমান বন্দ্যোপাধ্যায়।

একসময় কলকাতার হরিমোহন ঘোষ কলেজে অধ্যাপনা ছাড়াও দীর্ঘদিন আইন পেশায় নিযুক্ত ছিলেন। দুই কন্যা সন্তানের জনক বিমান বন্দ্যোপাধ্যায় বিয়ে করেন ১৯৭৪ সালে কলকাতার মেয়ে নন্দিতা বন্দ্যোপাধ্যায়কে। নন্দিতা বন্দ্যোপাধ্যায়ের পূর্ব পুরুষদের বাড়ি ছিল বৃহত্তর ঢাকার বিক্রমপুরে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়