শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ০৪ নভেম্বর, ২০১৭, ১২:২৪ দুপুর
আপডেট : ০৪ নভেম্বর, ২০১৭, ১২:২৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বেলফোর ঘোষণার শতবর্ষে হাজারও ফিলিস্তিনির বিক্ষোভ

কামরুল আহসান : ২ নভেম্বর ছিল বেলফোর ঘোষণার শততম বার্ষিকী। ১৯১৭ সালের ২ নভেম্বর তৎকালীন বৃটিশ পররাষ্ট্রমন্ত্রী আর্থার জেমস বেলফোর ইহুদি সম্প্রদায়ের নেতা ব্যারন রথচাইল্ডকে এক পত্র মারফত ইহুদিদের আলাদা এক ভূখন্ড দেয়ার প্রতিশ্রুতি দেন। সেই প্রতিশ্রুতি অনুযায়ী ১৯৪৮ সালে ফিলিস্তিন ভূখন্ডে ইহুদিদের স্বাধীন রাষ্ট্র ইসরায়েল গঠন করা হয়। শততম বার্ষিকী উপলক্ষ্যে বর্তমান ব্রিটিশ সরকার খুব আড়ম্ভপূর্ণ উৎসব উদযাপন করে। কিন্তু, ফিলিস্তিনিদের জন্য এটা তাদের অস্তিত্ব হারিয়ে ফেলার লড়াই। ওই চিঠির মাত্র ৬৭ টি শব্দের জন্য তারা তাদর মাতৃভূমি হারিয়েছে। তাই এর প্রতিবাদের বিক্ষোভ করে হাজারো ফিলিস্তিনি নাগরিক।

প্যালেস্টাইনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসও এর প্রতিবাদের নিন্দা জানিয়েছেন। তিনি বলেছেন, একদলকে স্বাধীন দেশ দিতে গিয়ে অন্যদের তাদের মাতৃভূমিকে থেকে উৎখাত করা হয়েছে, যার নিপীড়ন চলছে এখনো।

গাজা, রামাল্লা, দক্ষিণ-পশ্চিম তীরের শহর হাবরন, পশ্চিম তীরের শহর নাবলুসসহ ফিলিস্তিনের বিভিন্ন শহরে হাজারো ফিলিস্তিনি নাগরিক বিক্ষোভে জড়ো হয়েছে। ফিলিস্তিনে অবস্থিত ব্রিটিশ দূতাবাসের সামনে তারা প্রতিবাদ মুখর স্লোগান দিয়েছে। ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে’র কুশপুত্তলিকা পুড়িয়েছে। তারা একযোগে স্লোগান দিয়ে বলেছে, তারা ব্রিটিশদের কাছে এ অপরাধের জন্য ক্ষমা চায়, উৎসব চায় না। এর জন্য তাদের লজ্জা পাওয়া উচিত। আরব নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়