শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ০৩ নভেম্বর, ২০১৭, ১১:২৮ দুপুর
আপডেট : ০৩ নভেম্বর, ২০১৭, ১১:২৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রেষারেষির রাজনীতির ফলে দেশের গণতন্ত্রে অশনী সংকেত দেখা দিবে

রফিক আহমেদ : ন্যাপের আহবায়ক পঙ্কজ ভট্টাচার্য বলেছেন, ক্ষমতাসীন আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে পরস্পর দোষারোপ ও রেষারেষির রাজনীতি অব্যাহত থাকলে বাংলাদেশের গণতন্ত্রে যে কোনো সময় অশনী সংকেত দেখা দিতে পারে। অর্থাৎ এতে তৃতীয় পক্ষ দ্রুত অসাংবিধানিক ধারায় প্রভাবিত হওয়ার আশংকা রয়েছে। শুক্রবার এক সাক্ষাৎকারে ন্যাপের আহবায়ক এ প্রতিবেদকের কাছে উপরোক্ত কথা বলেন।

পঙ্কজ ভট্টাচার্য বলেন, আমরা পরস্পর রোষারোপের রাজনীতি দীর্ঘদিন ধরে দেখে আসছি। সম্প্রতি প্রধান বিরোধীদল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া স্মরণার্থী শিবিরে রোহিঙ্গাদের ঘটনা সরেজমিনে দেখতে যাওয়ার পথে তার গাড়িবহরে যে অস্বভাবিক সন্ত্রাসমূলক ঘটনা এবং অঘটন ঘটেছে তা অতীতের সকল দোষারোপ ও রেষািেষর রেকড ভঙ্গ করেছে।

তিনি বলেন, যারাই এ সন্ত্রাসী ঘটনা ও হামলা চালিছে- তারা নিশ্চিত হয়ে গেছে যে, উভয় দলের মধ্যে রেষারেষির চূড়ান্ত চেহারা ধরা পড়েছে এবং তাতে প্রকৃত ঘটনা অতীতের মতো আড়ালে থেকেই যাবে। দোষীরা বরং তিরস্কার হওযার বদলে পুরস্কৃত হবে।

তিনি আরও বলেন, আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতে এবং সাংবাদিকদের নজরদারির মধ্যে প্রকৃত ঘটনাকে আড়াল করার অপচেষ্টা চলছে। তাই সার্বিক বিবেচনায় এ পরিস্থিতিতে আইন শৃঙ্খলা বাহিনীর যদি সত্য উদঘাটনে ও প্রকৃত দোষীদের চিহ্নতকরণে ব্যর্থ হয়, তা হলে সেইক্ষেত্রে তৃতীয় একটা পক্ষের উদ্ভব ঘটাই স্বাভাবিক।

  • সর্বশেষ
  • জনপ্রিয়