শিরোনাম
◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক

প্রকাশিত : ০৩ নভেম্বর, ২০১৭, ১১:২০ দুপুর
আপডেট : ০৩ নভেম্বর, ২০১৭, ১১:২০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মা ও ছেলে হত্যা : স্বামী ও তৃতীয় স্ত্রী রিমান্ডে

সারোয়ার জাহান : রাজধানীর কাকরাইলে মা ও ছেলে হত্যা মামলায় গ্রেফতার আবদুল করিম ও তার তৃতীয় স্ত্রী শারমিন আক্তার মুক্তাকে ছয়দিনের রিমান্ডে নেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।

শুক্রবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে তাঁদের হাজির করানো হয়। শুনানি শেষে এ রায় দেন মহানগর হাকিম খুরশিদ আলম।

ঢাকার অপরাধ তথ্য ও প্রসিকিউশন বিভাগের উপকমিশনার আনিসুর রহমান জানান, রমনা থানার পরিদর্শক (তদন্ত) আলী হোসেন উভয়ের ১০ দিন করে রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে উভয়ের ছয়দিন করে রিমান্ডে নেওয়ার নির্দেশ দেন আদালত।

আনিসুর রহমান জানান, আসামিদের পক্ষে কোনো আইনজীবী ছিল না। মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৪ ডিসেম্বর দিন ধার্য করা হয়েছে।

গত বুধবার কাকরাইলে নিজ ফ্ল্যাটে শামসুন্নাহার ও তাঁর ছেলে শাওনকে গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা। ঘটনার সময় বাসায় ছিলেন না শামসুন্নাহারের স্বামী আবদুল করিম।

নিহত শামসুন্নাহার আবদুল করিমের প্রথম স্ত্রী। এরপর তিনি আরো দুটি বিয়ে করেন। পুলিশ আবদুল করিমের পাশাপাশি তার তৃতীয় স্ত্রী শারমিন আক্তার মুক্তাকে আটক করে।

শারমিন আক্তার মুক্তা চলচ্চিত্রে অভিনয় করতেন। চলচ্চিত্র প্রযোজনা করতে গিয়ে মুক্তার সঙ্গে পরিচয় হয় আবদুল করিমের। পরে বিয়েও করেন মুক্তাকে। তবে প্রথম স্ত্রী শামসুন্নাহারকে তালাক দেননি তিনি।

-এনটিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়