শিরোনাম
◈ বিশ্বের প্রতি যুদ্ধকে ‘না’ বলার আহ্বান প্রধানমন্ত্রীর ◈ বাংলাদেশ ব্রাজিল থেকে ইথানল নিতে পারে, যা তেলের চেয়ে অনেক সস্তা: রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র সরে এলে বিশ্বরাজনীতিতে নেতৃত্ব দেবে কে: বাইডেন ◈ মিয়ানমার সেনাসহ ২৮৮ জনকে ফেরত পাঠালো বিজিবি ◈ উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির ৬৪ নেতাকে কারণ দর্শানোর নোটিশ ◈ বর্ধিত ভাড়ায় ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু ◈ মন্ত্রী ও এমপিদের নিকটাত্মীয়রা প্রার্থিতা প্রত্যাহার না করলে সময়মতো ব্যবস্থা নেওয়া হবে: ওবায়দুল কাদের  ◈ লোডশেডিং ১০০০ মেগাওয়াট ছাড়িয়েছে, চাপ পড়ছে গ্রামে ◈ বাংলাদেশে কাতারের বিনিয়োগ সম্প্রসারণের বিপুল সম্ভাবনা দেখছেন ব্যবসায়ীরা  ◈ হিট স্ট্রোকে রাজধানীতে রিকশা চালকের মৃত্যু

প্রকাশিত : ০৩ নভেম্বর, ২০১৭, ১০:০০ দুপুর
আপডেট : ০৩ নভেম্বর, ২০১৭, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ম্যাচ শুরুর আগেই লাল কার্ড দেখলেন এভরা!

স্পোর্টস ডেস্ক: লজ্জাজনক এক ইতিহাসের ¯্রষ্টা হলেন প্যাট্রিস এভরা। ইউরোপা লিগে ম্যাচ শুরুর আগেই লাল কার্ড দেখা প্রথম খেলোয়াড় হলেন ফরাসি ডিফেন্ডার। অবশ্য এই শাস্তি তার প্রাপ্য ছিল। ম্যাচ শুরুর আগে দর্শকসারিতে থাকা এক ভক্তকে লাথি মেরেছিলেন মার্শেইর এই ডিফেন্ডার। জুভেন্টাসে আড়াই বছর কাটানোর পর গত জানুয়ারিতে ফ্রান্সের এ ক্লাবে যোগ দেন এভরা।

ইউরোপিয়ান এই দ্বিতীয় সারির প্রতিযোগিতায় মার্শেই খেলতে গিয়েছিল পর্তুগিজ ক্লাব গুইমারায়েসের মাঠে। বৃহস্পতিবারের ওই ম্যাচে একাদশে ছিলেন না এভরা। তবে বেঞ্চে রাখা হয়েছিল তাকে। কিন্তু অপ্রীতিকর ঘটনা ঘটিয়ে সেখান থেকেও ছিটকে যান ৩৬ বছর বয়সী এই তারকা।
ম্যাচ শুরুর কিছুক্ষণ আগে ওয়ার্মআপ করতে নেমেছিলেন এভরা ও তার সতীর্থরা। কিন্তু তার উদ্দেশ্যে নেতিবাচক মন্তব্য করতে থাকেন মার্শেই ভক্তদের একাংশ। কেউ কেউ মাঠের ভেতরে ঢোকার চেষ্টা করছিল। এমনটা দেখে নিজেকে আর সামলে রাখতে পারেননি এভরা। ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক এই ডিফেন্ডার বিজ্ঞাপন বোর্ডের ওপারে থাকা এক ভক্তকে প্রচ- জোরে লাথি মারেন।
আপাতত লাল কার্ড দেখলেও এ ঘটনায় উয়েফার কাছ থেকে বড় ধরনের শাস্তিই এভরা পাচ্ছেন, এটা নিশ্চিত। এমন অপ্রীতিকর ঘটনার ধাক্কায় শুরু, মার্শেইর শেষটাও হয়েছে হতাশায়। ‘আই’ গ্রুপে দ্বিতীয় হার হেরেছে তারা ১-০ গোলে। ইএসপিএনএফসি

  • সর্বশেষ
  • জনপ্রিয়