শিরোনাম
◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ শিশু হাসপাতালের কার্ডিয়াক আইসিইউতে আগুন, পুড়ে গেছে যন্ত্রপাতি ও বিভিন্ন সামগ্রী 

প্রকাশিত : ০৩ নভেম্বর, ২০১৭, ০৮:০৭ সকাল
আপডেট : ০৩ নভেম্বর, ২০১৭, ০৮:০৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিনম্র শ্রদ্ধায় জাতীয় চার নেতাকে স্মরণ করছে জাতি

নিজস্ব প্রতিবেদক: জেলহত্যা দিবসে জাতীয় চার নেতাকে স্মরণ করছে পুরো জাতি। দিবসটি উপলক্ষে ক্ষমতাসীন আওয়ামী লীগ নানা কর্মসূচি পালন করছে। ৩ নভেম্বর ইতিহাসের বর্বরোচিত দিন। ১৯৭৫ সালের এই দিনে তৎকালীন আওয়ামী লীগের চার জ্যেষ্ঠ নেতা- সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, ক্যাপ্টেন এম মনসুর আলী ও এ এইচ এম কামরুজ্জামানকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে নির্মমভাবে হত্যা করা হয়।

তাদের স্মরণে শুক্রবার সকালে ধানমন্ডির বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা।

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা অসুস্থ থাকায় দলের পক্ষে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে নেতারা শ্রদ্ধা জানান।

সকাল আটটার দিকে বনানী কবরস্থানে ১৫ আগস্টের শহীদ ও জাতীয় নেতাদের কবরে পুষ্পার্ঘ্য অর্পণ করেন ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা।

এরপর বেলা সাড়ে ১০টার দিকে পুরাতন ঢাকার কেন্দ্রীয় কারাগারে শহীদ চার নেতার প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানান তাদের পরিবারের সদস্যরা। এ সময় তারা বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন।

এদিকে, সকালে কারা অভ্যন্তরে জাতীয় চার নেতার প্রতি শ্রদ্ধা জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। এরপর শ্রদ্ধা নিবেদন করেন অতিরিক্ত কারা মহাপরিদর্শক কর্নেল ইকবাল হাসানের নেতৃত্বে কারা অধিদফতর।

পরে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন, জেলা প্রশাসন ঢাকা, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের নেতাকর্মী ও সাধারণ মানুষ শ্রদ্ধা নিবেদন করেন।
পরে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার স্মৃতিবিজড়িত কারাগার ঘুরে দেখেন সবাই।

শ্রদ্ধা নিবেদনের পর কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী সাংবাদিকদের বলেন, স্বাধীনতাবিরোধিরা বাংলাদেশ নিয়ে যতই ষড়যন্ত্র করুক না কেন, তা শক্ত হাতে মোকাবেলা করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়