শিরোনাম
◈ বাংলাদেশ ব্রাজিল থেকে ইথানল নিতে পারে, যা তেলের চেয়ে অনেক সস্তা: রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র সরে এলে বিশ্বরাজনীতিতে নেতৃত্ব দেবে কে: বাইডেন ◈ মিয়ানমার সেনাসহ ২৮৮ জনকে ফেরত পাঠালো বিজিবি ◈ উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির ৬৪ নেতাকে কারণ দর্শানোর নোটিশ ◈ বর্ধিত ভাড়ায় ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু ◈ বাড়ছে না শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি ◈ আরও তিন মামলায় জামিন পেলেন মামুনুল হক ◈ সাজেকে ট্রাক খাদে পড়ে নিহতের সংখ্যা বেড়ে ৯ ◈ তাপপ্রবাহে উচ্চ স্বাস্থ্য ঝুঁকিতে শিশুরা,  বাড়তি সতর্কতার পরামর্শ ইউনিসেফের ◈ মন্ত্রী ও এমপিদের নিকটাত্মীয়রা প্রার্থিতা প্রত্যাহার না করলে সময়মতো ব্যবস্থা নেওয়া হবে: ওবায়দুল কাদের 

প্রকাশিত : ০৩ নভেম্বর, ২০১৭, ০৩:১৯ রাত
আপডেট : ০৩ নভেম্বর, ২০১৭, ০৩:১৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শিবসেনা প্রধানের সঙ্গে মমতার বৈঠক

আবু সাইদ: আরব সাগরের তীরে নয়া রাজনৈতিক সমীকরণের জল্পনা উস্কে দিলেন ভারতের পশ্চিম বঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার মেরিন ড্রাইভের ধারে হোটেলে প্রায় দেড় ঘণ্টা তিনি বৈঠক করেন শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরের সঙ্গে।

সেই শিবসেনা, যাঁরা মহারাষ্ট্রে এবং দিল্লিতে বিজেপির সঙ্গে সরকারে থাকলেও, বিজেপিকে তেড়েফুঁড়ে আক্রমণে নেমেছে। বিজেপি যেখানে বিরোধীদের দুর্নীতিগ্রস্ত বলে দাবি করে, সেখানে তারই শরিক শিবসেনার কথায়, বিজেপি ‘দুর্নীতিগ্রস্ত দল’। আর শুধু মুখে বলাই নয়, ৫৬ পাতার বুকলেট ইস্যু করে মহারাষ্ট্র বিজেপির বিধায়ক-মন্ত্রীদের নাম, ছবি ছাপিয়ে তাদের বিরুদ্ধে দুর্নীতির একের পর এক অভিযোগ এনেছে শিবসেনা। গোটা মুম্বইয়ে ছড়িয়ে দেওয়া শিবসেনার এই বুকলেটের শীর্ষক হল ‘ঘোটালেবাজ ভাজপা’, অর্থাৎ দুর্নীতিপরায়ণ বিজেপি। সেখানে রয়েছে বিজেপি নেতা একনাথ খাডসের নাম, যাঁর বিরুদ্ধে জমি কেলেঙ্কারির অভিযোগ করেছে শিবসেনা। রয়েছে মহারাষ্ট্রের শিক্ষামন্ত্রী বিনোদ তাওড়ের নাম। বিজেপি শাসিত মহারাষ্ট্রের খাদ্যমন্ত্রী গিরিশ বাপটের বিরুদ্ধে ডাল কেলেঙ্কারির অভিযোগ করেছে শিবসেনা। এভাবেই মহারাষ্ট্রের বিজেপি বিধায়ক দিলীপ গান্ধী, বিষ্ণু সাবরা, প্রবীণ দেরকর, রণজিৎ পাতিল, সম্ভাজি পাতিল, জয়কুমার রাবলের মতো হেভিওয়েট বিজেপি নেতা-মন্ত্রীদের নামে নানা কেলেঙ্কারির অভিযোগ করেছে তাঁদেরই শরিক শিবসেনা।

বিজেপি এই প্রতিটি অভিযোগই উড়িয়ে দিলেও, নিজের শরিকের এহেন আক্রমণ যে তাদের যথেষ্ট বিব্রত করেছে, তা বিজেপির প্রতিক্রিয়া থেকেই স্পষ্ট। তাদের বক্তব্য, সরকারে থাকব, আবার বিরোধী আসনেও বসব, এটা শিবসেনার অভ্যাসে পরিণত হয়েছে। আর বিজেপি-শিবসেনার এই তিক্ত সম্পর্কের আবহেই নোটবাতিল-জিএসটি নিয়ে মমতার মতোই সরব উদ্ধব। শরিক হয়েও মোদি সরকারের নীতির সমালোচনা করায় শিবসেনার পাশে মমতা। এদিন উদ্ধবের সঙ্গে ছিলেন তাঁর ছেলে আদিত্য ঠাকরেও। ঘরের দরজা থেকে তাঁদের ভিতরে নিয়ে যান মমতা। প্রায় দেড় ঘণ্টা বৈঠক চলে। - ইন্ডিয়া টুডে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়