শিরোনাম
◈ বাংলাদেশ ব্রাজিল থেকে ইথানল নিতে পারে, যা তেলের চেয়ে অনেক সস্তা: রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র সরে এলে বিশ্বরাজনীতিতে নেতৃত্ব দেবে কে: বাইডেন ◈ মিয়ানমার সেনাসহ ২৮৮ জনকে ফেরত পাঠালো বিজিবি ◈ উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির ৬৪ নেতাকে কারণ দর্শানোর নোটিশ ◈ বর্ধিত ভাড়ায় ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু ◈ বাড়ছে না শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি ◈ আরও তিন মামলায় জামিন পেলেন মামুনুল হক ◈ সাজেকে ট্রাক খাদে পড়ে নিহতের সংখ্যা বেড়ে ৯ ◈ তাপপ্রবাহে উচ্চ স্বাস্থ্য ঝুঁকিতে শিশুরা,  বাড়তি সতর্কতার পরামর্শ ইউনিসেফের ◈ মন্ত্রী ও এমপিদের নিকটাত্মীয়রা প্রার্থিতা প্রত্যাহার না করলে সময়মতো ব্যবস্থা নেওয়া হবে: ওবায়দুল কাদের 

প্রকাশিত : ০৩ নভেম্বর, ২০১৭, ০২:৩০ রাত
আপডেট : ০৩ নভেম্বর, ২০১৭, ০২:৩০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাসায়নিক বালাইনাশকের ব্যবহার কমায় ১৮৫ কোটি টাকা সাশ্রয়

মতিনুজ্জামান মিটু : দেশের কৃষি জমিতে রাসায়নিক বালাইনাশকের ব্যবহার কমেছে। এতে ২০১৬ সালে ২০০৮ সালের তুলনায় ১৮৫ কোটি টাকা সাশ্রয় হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্ভিদ সংরক্ষণ উইং সূত্রে জানা গেছে, আইপিএম(সমন্বিত বালাই ব্যবস্থাপনা কৌশল) কর্মকান্ড, সুষম সার (এনপিকে) ব্যবহার, সচেতনতা বৃদ্ধি, উদ্বুদ্ধকরণ এবং প্রশিক্ষণের কারণে দেশে দিনে দিনে বালাইনাশকের ব্যবহার কমছে।
২০০৮ সালে দেশের কৃষি জমিতে দানাদার ও তরল বালাইনাশক ব্যবহার হয়েছিল ৪৮ হাজার ৬৯০ দশমিক ১৯ মেট্রিক টন/ কিলোলিটার। ১৮০ টাকা কেজি বা কিলোলিটার দরে যার দাম ৮২৮ কোটি টাকা। ব্যবহার কমে ২০১৬ সালে দেশে বালাইনাশকের পরিমান দাঁড়িয়েছে ৩৫ হাজার ৭২৩ মেট্রিক টন/ কিলোলিটার। ১৭০ টাকা কেজি বা কিলোলিটার দরে যার দাম ৬৪৩ কোটি টাকা।

রাসায়নিক দানাদার, তরল ও পাউডার জাতীয় বালাইনাশক, মাকড়নাশক, ছত্রাকনাশক, আগাছানাশক ও ইঁদুরনাশক ব্যবহার হয়েছে; ২০০৯ সালে ৪৫ হাজার ১৭২ মেট্রিক টন/ কিলোলিটার, ২০১০ সালে ৪২ হাজার ২৪০ মেট্রিক টন/কিলোলিটার, ২০১১ সালে ৪৪ হাজার ৪২৩ মেট্রিক টন, ২০১২ সালে ৪১ হাজার ১৪৫ মে. টন, ২০১৩ সালে ৪১ হাজার ৬০৭ মে. টন/কি. লিটার, ২০১৪ সালে ৩৯ হাজার ২৫৩ মে. টন ও ২০১৫ সালে ৩৫ হাজার ৫২৩ মেট্রিক টন/ কিলোলিটার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়