শিরোনাম
◈ নির্বাচনের মাঝেই ভারতের পররাষ্ট্র সচিব শনিবার ঢাকা আসছেন ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলার নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ মুজিবনগর সরকারের ৪০০ টাকা মাসিক বেতনের কর্মচারি ছিলেন জিয়াউর রহমান: পররাষ্ট্রমন্ত্রী ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি ◈ টাইমের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় বাংলাদেশের মেরিনা (ভিডিও) ◈ দেশের মানুষকে ডাল-ভাত খাওয়াতে ব্যর্থ হয়েছিল বিএনপি : প্রধানমন্ত্রী

প্রকাশিত : ০৩ নভেম্বর, ২০১৭, ০২:২১ রাত
আপডেট : ০৩ নভেম্বর, ২০১৭, ০২:২১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পুঁজিবাজারে সূচক ঊর্ধ্বমুখী অব্যাহত

মাসুদ মিয়া: দেশের পুঁজিবাজার বৃহস্পতিবার সপ্তাহের শেষ কার্যদিবসও সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে। এই নিয়ে চার কার্যদিবস ধরে পুঁজিবাজারে সূচক ঊর্ধ্বমুখী অব্যহত রয়েছে। এদিন ডিএসইতে আগের দিনের তুলনায় প্রায় ২ শতাংশ লেনদেন বেড়েছে। অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বাড়লেও লেনদেন কমেছে ৩৯ শতাংশ।

ডিএসইতে ৬৭৫ কোটি ৯২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিনের তুলনায় ১২ কোটি ১৮ লাখ টাকা বেশি। আগের দিন এ বাজারে ৬৬৩ কোটি ৭৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। গতকাল ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয় ৩৩২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৮৩টির, কমেছে ১০৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৪১টির শেয়ার দর। ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ২৬ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৯৯ পয়েন্টে অবস্থান করছে। অন্যদিকে অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৪৫ কোটি ৪৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৮১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৮ হাজার ৯১১ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৪২টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৪৩টির, কমেছে ৬৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৪টি কোম্পানির শেয়ার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়