শিরোনাম
◈ ইসরায়েল পাল্টা হামলা করলে কয়েক সেকেন্ডের মধ্যে জবাব দেবে ইরান: উপপররাষ্ট্রমন্ত্রী ◈ মিয়ানমারের আরও ১০ সেনা সদস্য বিজিবির আশ্রয়ে ◈ সয়াবিনের দাম বাড়ানোর সুযোগ নেই: বাণিজ্য প্রতিমন্ত্রী ◈ উপজেলা নির্বাচন বর্জনের সিদ্ধান্ত বিএনপির ◈ কেউ যেন নিরাপত্তাহীনতায় না থাকি, আইনের শাসনে জীবনযাপন করি: ড. ইউনূস ◈ মা, স্ত্রী ও দুই ছেলে নিয়ে ঢাকা ফিরছিলেন রফিক, পথে প্রাণ গেল সবার ◈ স্থায়ী জামিন না পাওয়ায় ক্ষুব্ধ হয়েছি: ড. ইউনূসের আইনজীবী ◈ উপজেলার ভোটে এমপি-মন্ত্রীদের হস্তক্ষেপ না করতে প্রধানমন্ত্রীর নির্দেশ : ওবায়দুল কাদের  ◈ শ্রম আইন লঙ্ঘন: ড. ইউনূসসহ ৪ জনের জামিন ২৩ মে পর্যন্ত বৃদ্ধি ◈ ময়মনসিংহে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ২৬

প্রকাশিত : ০৩ নভেম্বর, ২০১৭, ০৩:১১ রাত
আপডেট : ০৩ নভেম্বর, ২০১৭, ০৩:১১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিইসির জিয়া বিশ্বাসেও আস্থা পাচ্ছে না বিএনপি

এম এ আহাদ শাহীন : আগামী নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে সংলাপে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি অংশ নিলেও ইসির স্বদিচ্ছার ওপর আস্থা রাখতে পারছে না দলটি।

বিএনপির শীর্ষ স্থানীয় নেতাদের বক্তৃতা বিবৃতিতে তা স্পষ্ট হয়ে উঠছে। ইসি অবাধ নির্বাচন আয়োজন করতে পারবে কি না, তা নিয়েও সন্দেহ প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

অন্যদিকে বিএনপিকে আস্থায় নিতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা সংলাপের শুরুতে বিএনপি ও দলটির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রশংসা করেছেন। এসময় জিয়াউর রহমানসহ বিএনপি সরকারের নানা ইতিবাচক কর্মকাণ্ড তুলে ধরেন তিনি।

এছাড়া তিনি জিয়াউর রহমানকে বহুদলীয় গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠাতা বলে দেওয়া বক্তব্য এখনো ধারণ (ওন) করেন বলে জানিয়েছেন।

সিইসি কে এম নুরুল হুদার বিএনপি ও দলটির প্রতিষ্ঠাতাকে নিয়ে এমন মন্তব্যের পরেও ইসির আন্তরিকতা নিয়ে সন্দেহ করছে দলটি।

ইসির সংলাপকে লোক দেখানো আইওয়াশ উল্লেখ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ইসি দুই মাস ধরে যে সংলাপ করেছে, সেটি একটা লোক দেখানো আইওয়াশ। সংলাপে অংশ নেয়া সবাই বলেছে যে, নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। এখন জাতি তাকিয়ে আছে ইসি কী করে?

তিনি আরও বলেন, ইসি কিছুই করতে পারবে না। কারণ, সরকারের বাইরে গিয়ে তাদের বিরুদ্ধে কাজ করার শক্তি নেই। এরপরও আমরা পর্যবেক্ষণ করছি, তারা নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করে কি না, যাতে মানুষ নির্ভয়ে ভোট দিতে পারবে।

ইসি গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি বলেন, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জনতার মঞ্চের নেতা ছিলেন। তাই আমরা পর্যবেক্ষণ করছি নির্বাচন কমিশন দলীয় প্রভাবের বাইরে গিয়ে শক্তিশালী এবং স্বাধীন ভূমিকা পালন করতে পারবে কি না।

প্রধান নির্বাচন কমিশনার সংলাপের শুরুতে বিএনপি ও দলটির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রশংসা করলেও তৃণমুলের নেতাকর্মীরা তাকে আস্থায় নিতে পারছে না বলে জানিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও নেত্রকোনার কেন্দুয়া উপজেলা বিএনপির সভাপতি ড.রফিকুল ইসলাম হিলালী। তৃণমুলের নেতাকর্মীরা সিইসির এমন বক্তব্যকে ‌কৌশল বলে মনে করছে, এমনটা জানিয়েছেন তিনি।

এরআগে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে ১৬ সদস্যের একটি প্রতিনিধি দল এ সংলাপে অংশ নেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়