শিরোনাম
◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী 

প্রকাশিত : ০৩ নভেম্বর, ২০১৭, ০১:৩৯ রাত
আপডেট : ০৩ নভেম্বর, ২০১৭, ০১:৩৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মালয়েশিয়ায় বহাল তবিয়তে জাকির নায়েক

আবু সাইদ: মালয়েশিয়ায় আশ্রয় নিয়েছেন বিতর্কিত ইসলামি প্রচারক জাকির নায়েক। গতমাসেই মালয়েশিয়ার একটি মজসিদে অনুরাগীদের ভিড়ে দেখা গিয়েছিল তাকে।অনুরাগীদের সঙ্গে সেলফি তুলতেও দেখা যায়।  মতামত প্রচার করে সন্ত্রাসবাদে উস্কানি দেওয়ার অভিযোগে ভারতে তাঁর বিরুদ্ধে তদন্ত চলছে।

সেই জাকির নায়েক এখন মালয়েশিয়াতে রয়েছেন বহাল তবিয়তে। তাঁকে মালয়েশিয়ায় স্থায়ীভাবে বসবাসের অধিকার দেওয়া হয়েছে। কুয়ালালামপুরের যে মসজিদে তাঁকে দেখা গিয়েছে সেখানে প্রায়ই আসেন সে দেশের প্রধানমন্ত্রী ও তাঁর মন্ত্রিসভার সদস্যরা।মালয়েশিয়ায় সরকারের উচ্চ মহলের তাঁর প্রতি সমর্থন বেশ স্পষ্ট।

ঢাকার গুলশানে জঙ্গি হামলার পর বাংলাদেশে জাকির নায়েকের পিস টিভি-র সম্প্রচার বন্ধ করে দেওয়া হয়। ঢাকার জঙ্গি হামলায় জড়িতরা তাঁর বক্তৃতা শুনেই অনুপ্রাণিত হয়েছে বলে সংবাদমাধ্যমে দাবি করা হয়।এরই পরিপ্রেক্ষিতে বাংলাদেশ পিস টিভির প্রচার বন্ধ করে। ঢাকার ওই হামলায় দায়স্বীকার করে আইএস।

মালয়েশিয়ার উপপ্রধানমন্ত্রী আহমেদ জাহিদ হামিদির দাবি, পাঁচ বছর আগে দেশে স্থায়ীভাবে বসবাসের অধিকার পেয়েছেন জাকির। তাঁকে কোনও বিশেষ সুবিধা দেওয়া দেওয়া হচ্ছে না।

জাহিদ আরও বলেছেন, জাকির কোনও আইন বা বিধি ভঙ্গ করেননি। তাই তাঁকে গ্রেফতার বা আটক করার কোনও কারণ নেই। তাঁর আরও দাবি, সন্ত্রাসবাদে তাঁর জড়িত থাকার অভিযোগ সম্পর্কে ভারতের কাছ থেকে কোনও সরকারি অনুরোধ আসেনি। - টাইমস অব ইন্ডিয়া।

  • সর্বশেষ
  • জনপ্রিয়