শিরোনাম
◈ চট্টগ্রামে জুতার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী

প্রকাশিত : ০৩ নভেম্বর, ২০১৭, ০২:০৬ রাত
আপডেট : ০৩ নভেম্বর, ২০১৭, ০২:০৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রথমবারের মতো ভারতীয় সেনাবাহিনীতে দেশীয় প্রজাতির কুকুর

মরিয়ম চম্পা : প্রথমবারের মতো ভারতীয় সেনাবাহিনীতে দেশীয় প্রজাতির কুকুর ব্যবহারের জন্য প্রশিক্ষিত করা হচ্ছে। বর্তমানে দেশটির সেনাবাহিনীতে জার্মান ল্যাবরাডারস এবং গ্রেট সুইস মাউন্টেনের মত বিদেশী কুকুর ব্যবহৃত হচ্ছে।

সূত্র জানায়, সেনাবাহিনীর রিমাউন্ট এন্ড ভেটেরিনারি ক্রোপস (আরভিসি) সেন্টার ইতোমধ্যে ৬টি দেশীয় প্রজাতির কুকুরকে প্রশিক্ষণ প্রদান করেছে। এতে সময় লেগেছে প্রায় দেড় বছর। চলতি বছরের শেষের দিকে প্রশিক্ষিত কুকুর গুলোকে জম্মু ও কাশ্মীরের সেনাবাহিনীতে নিয়োগ দেওয়া হবে।

গত বছর দেশীয় কুকুরগুলোকে নিবিড় প্রশিক্ষণের জন্য আরভিসি সেন্টারে পাঠানো হয়েছিল। নাম প্রকাশ করতে অনিচ্ছুক এক অফিসার জানান, একটি উপন্যাস থেকে সেনাবাহিনীতে দেশীয় কুকুর ব্যাবহারের এই অভিনব ধারণাটি নেওয়া হয়। এক্ষেত্রে আমাদের কোন পূর্ব গবেষণা বা ডকুমেন্টেশন ছিল না কিভাবে প্রশিক্ষিত করা যায়।

প্রাথমিকভাবে দেশীয় কুকুরগুলোর কোন রোগ-ব্যাধি আছে কিন সেটা পরীক্ষার জন্য তাদেরকে আলাদা কক্ষে রাখা হয়। এরপর তারা মৌলিক আনুগত্য প্রশিক্ষণ গ্রহণের পাশাপাশি বিশেষ প্রশিক্ষণ গ্রহণ করে। সবচেয়ে মজার বিষয় হচ্ছে, প্রশিক্ষক ও কুকুরগুলোর মধ্যে একধরনের সম্পর্ক তৈরি করা হয়, যার ফলে প্রশিক্ষক তাদের আচরণ ও কাজ করার ক্ষমতা সম্পর্কে ধারণা নিতে পারে। টাইমস অব ইন্ডিয়া

  • সর্বশেষ
  • জনপ্রিয়