শিরোনাম
◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক

প্রকাশিত : ০৩ নভেম্বর, ২০১৭, ১২:২২ দুপুর
আপডেট : ০৩ নভেম্বর, ২০১৭, ১২:২২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পুঁজিবাজারে সূচক ঊর্ধ্বমুখী অব্যহত

মাসুদ মিয়া: দেশের পুঁজিবাজার বৃহস্পতিবার সপ্তাহের শেষ কার্যদিবসও সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে। এই নিয়ে চার কার্যদিবস ধরে পুঁজিবাজারে সূচক ঊর্ধ্বমুখী অব্যহত রয়েছে।

এদিন ডিএসইতে আগের দিনের তুলনায় প্রায় ২ শতাংশ লেনদেন বেড়েছে। অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বাড়লেও লেনদেন কমেছে ৩৯ শতাংশ। বৃহস্পতিবার ডিএসইতে ৬৭৫ কোটি ৯২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিনের তুলনায় ১২ কোটি ১৮ লাখ টাকা বেশি। আগের দিন এ বাজারে ৬৬৩ কোটি ৭৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

বৃহস্পতিবার ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয় ৩৩২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৮৩টির, কমেছে ১০৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৪১টির শেয়ার দর। ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ২৬ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৯৯ পয়েন্টে অবস্থান করছে।

অন্যদিকে অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৪৫ কোটি ৪৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৮১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৮ হাজার ৯১১ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৪২টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৪৩টির, কমেছে ৬৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৪টি কোম্পানির শেয়ার

  • সর্বশেষ
  • জনপ্রিয়