শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত

প্রকাশিত : ০২ নভেম্বর, ২০১৭, ০২:২৯ রাত
আপডেট : ০২ নভেম্বর, ২০১৭, ০২:২৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পা দিয়ে লিখে জেএসসি পরীক্ষায় অংশগ্রহণ

খোকন আহম্মেদ হীরা, বরিশাল : মাত্র ছয় বছর বয়সে বিদ্যুতপৃষ্ঠ হয়ে গুরুতর আহত হয়েছিলো সিয়াম চৌকিদার।

ওইসময় উন্নত চিকিৎসার জন্য চিকিৎসক তার দুটি হাত কেটে ফেললেও নিজের অদম্য ইচ্ছায় বড় হয়ে লেখাপড়া চালিয়ে যায় মেধাবী সিয়াম।

পা দিয়ে লিখেই সাতটি ক্লাশ অতিক্রম করে এবার সে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় অংশগ্রহণ করেছে। মেধাবী সিয়াম জেলার বাবুগঞ্জ উপজেলার বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর নগর ইউনিয়নের চরহোগলপাতিয়া গ্রামের দিনমজুর সামচুল হক চৌকিদারের পুত্র।

আগরপুর আলতাফ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধানশিক্ষক মোঃ মুজাফ্ফর আলী জানান, ষষ্ট শ্রেনী থেকেই তার স্কুলের মেধাবী ছাত্র সিয়ামের স্কুলে শতভাগ উপস্থিতি রয়েছে। পড়াশুনার জন্যও অধিক আগ্রহ রয়েছে সিয়ামের।

তিনি আরও জানান, অদম্য মেধাবী সিয়াম এবার জেএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছে। আগরপুর ডিগ্রী কলেজ কেন্দ্রের উপজেলার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার প্রতিনিধি উপসহকারী কৃষি অফিসার মনিরুজ্জামান জানান, বুধবার সকাল দশটা থেকে বাংলা প্রথমপত্র পরীক্ষা শুরু হওয়ার পর সিয়াম চৌকিদার যতদ্রুত পা দিয়ে সকল প্রশ্নের উত্তর লিখেছে, সে তুলনায় অন্যসব শিক্ষার্থীরা এতো তাড়াতাড়ি লিখতে পারেনি।

অদম্য মেধাবী সিয়াম চৌকিদার উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে কর্মের মাধ্যমে বাবা-মায়ের মুখে হাসি ফোঁটাতে চায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়