শিরোনাম
◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক

প্রকাশিত : ০২ নভেম্বর, ২০১৭, ১২:৫৫ দুপুর
আপডেট : ০২ নভেম্বর, ২০১৭, ১২:৫৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সবাই ঠিক মত ট্যাক্স দিলেই দেশ অর্থনীতিক ভাবে শক্তিশালী হবে : গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী

মো. শহিদুল ইসলাম,চট্টগ্রাম : গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেন বলেন, প্রধানমন্ত্রী ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে একটি উন্নত দেশে পরিণত করার লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করছেন।

সেটা আরও আগেই পূরণ করা সম্ভব যদি আমরা সবাই ঠিক মত ট্যাক্স দিই। বুধবার দুপুরে নগরীর জিইসি কনভেনশন হলে সপ্তাহব্যাপী আয়কর মেলার উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী এই এ মন্তব্য করেন।

গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী বলেন, নতুন করদাতা সৃষ্টি ও করবান্ধব পরিবেশ তৈরির পাশাপাশি ৭৫ লক্ষ লোককে আয়করের আওতায় আনতে হবে। তাহলে উন্নত দেশ হওয়ার লক্ষ্যমাত্রা পূরণে আমার অনেক এগিয়ে যাবো।

মন্ত্রী বলেন, নতুন করদাতা বাড়লেই মেলা সার্থক এবং পরির্পূণ হবে। আয়কর মেলা শুধু শহরে মধ্যে সীমাবদ্ধতা না রেখে গ্রামাঞ্চলেও আয়কর মেলা করা উচিত।

তিনি বলেন, “আয়কর বিভাগ থেকে করদাতাদের চাপ সৃষ্টি,হুমকি দমকি না দিয়ে বন্ধুসুলভ আচরণ করে বুঝিয়ে বিশেষ করে ব্যবসায়ীদের বলে- আয়কর দিলে লাভ হবে, তাহলে কাজ হবে।

দেশের ১৬ কোটি মানুষের মধ্যে অর্ন্তত এক কোটি টিআইএন হওয়া উচিত। ৭৫ লক্ষ লোককে করের আওতায় আনলে আমরা অর্থনীতিক ভাবে শক্তিশালী হবে। আর এই ধারবাহিতা বজায় রখাতে পারলে ২০৩১ সালের মধ্যেই উন্নত দেশের লক্ষ্য অর্জন সম্ভব বলে বিশ্বাস করি।

আয়কর বিভাগ চট্টগ্রাম আয়োজিত সপ্তাহব্যাপী মেলার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কর অঞ্চল-১ এর কর কমিশনার মাহবুব হোসেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার আব্দুল মান্নান, চট্টগ্রাম কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনার সৈয়দ গোলাম কিবরিয়া, চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলম ও উইমেন চেম্বারের জ্যেষ্ঠ সহ-সভাপতি আবিদা মোস্তফা।

উল্লেখ্য, প্রতি বছরের মতো এবারও জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ঢাকা-চট্টগ্রামসহ সারাদেশে সপ্তাহব্যাপী আয়কর মেলার আয়োজন করেছে। জাতীয় কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রাম আয়কর বিভাগ (কর অঞ্চল-১,২,৩,৪) যৌথভাবে এ মেলার আয়োজন করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়