শিরোনাম
◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো

প্রকাশিত : ০১ নভেম্বর, ২০১৭, ১০:২৫ দুপুর
আপডেট : ০১ নভেম্বর, ২০১৭, ১০:২৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিপদ কাটিয়ে ৪৪৮ রানের পুঁজি উইন্ডিজের

স্পোর্টস ডেস্ক: ২৩০ রানে নেই ৭ উইকেট। একটা সময় তো জিম্বাবুয়ের ৩২৬ রানের কাছাকাছি যাওয়াই কঠিন মনে হচ্ছিল উইন্ডিজের। বুলাওয়েতে সিরিজের দ্বিতীয় টেস্টে সেই দলটিই শেষপর্যন্ত অলআউট হলো ৪৪৮ রানের পাহাড়সমান পুঁজি গড়ে। ফলে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ইনিংসে তারা লিড পেয়েছে ১২২ রানের।
জেসন হোল্ডার আর শেন ডোরিচ-আগের দিনই বিপর্যয় আটকে দিয়েছিলেন। চতুর্থ দিনের প্রথম সেশনে সেঞ্চুরি তুলে নিয়েছেন দু'জনই। হোল্ডার আউট হয়েছেন ১১০ রানে। শেন ডোরিচ করেছেন ১০৩ রান। সেঞ্চুরিয়ান এই দুই ব্যাটসম্যানকেই আউট করেছেন বাঁহাতি পেসার টেন্ডাই চিসুরু। সিকান্দার রাজার ৫ উইকেটের পর তিনি নিয়েছেন ৩টি উইকেট।

অষ্টম উইকেটে হোল্ডার আর ডোরিচের জুটিটি ২১২ রানের। এই উইকেটে টেস্ট ইতিহাসের নবম সেরা জুটি এটি। অষ্টম উইকেটে সবচেয়ে বড় জুটির রেকর্ডটি ইংল্যান্ডের জোনাথান ট্রট আর স্টুয়ার্ট ব্রডের। ২০১০ সালে লর্ডসে পাকিস্তানের বিপক্ষে ৩৩২ রানের জুটি গড়েছিলেন তারা।

কাইরন পাওয়েলের ৯০ রানে ভর করে একটা সময় ৪ উইকেটে ২১৯ রান তুলে ফেলেছিল ওয়েস্ট ইন্ডিজ। হঠাৎই কয়েকজন ব্যাটসম্যানকে হারিয়ে বিপদে পড়ে যায় ক্যারিবীয়রা। শেষপর্যন্ত এই বিপদ কাটিয়ে আবারও দলকে চালকের আসনে নিয়ে গেছে হোল্ডার-ডোরিচ জুটি।

এর আগে, টসে জিতে ব্যাট করতে নামা জিম্বাবুয়ে হ্যামিল্টন মাসাকাদজার (১৪৭) দুর্দান্ত এক সেঞ্চুরিতে ৩২৬ রানে অলআউট হয়েছিল। বল হাতে আলো ছড়ানো সিকান্দার রাজা ব্যাট হাতেও করেন ৮০ রান। পিটার মুরের ব্যাট থেকে আসে ৫২ রান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়