শিরোনাম
◈ চট্টগ্রামে জুতার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী

প্রকাশিত : ০১ নভেম্বর, ২০১৭, ০৭:৩৫ সকাল
আপডেট : ০১ নভেম্বর, ২০১৭, ০৭:৩৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিদেশিদের বাড়ি কেনার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করবে নিউজিল্যান্ড

লিহান লিমা : নিউজিল্যান্ডে যদি আপনার বাড়ি কেনার কোন পরিকল্পনা থাকেন তবে এবার তা নিয়ে দ্বিতীয়বার ভাবার সময় হয়েছে। দেশটির নতুন ও তরুণ প্রধানমন্ত্রী জ্যাসিন্দা আদ্রেন বিদেশীদের কাছে বাড়ি বিক্রি নিষিদ্ধ করার কথা ভাবছেন। ২০১৭ সালের শেষের দিকে এই নিয়ম কার্যকর হবে বলে জানান তিনি।

নতুন এই আইনে বিদেশিরা নিউজিল্যান্ডে বাড়ি কিনতে পারবেন না বা ক্রয়কৃত সম্পদে কোন নির্মাণ করতে পারবেন না। এছাড়া তারা বিদেশী নাগরিক হিসেবে নিউজিল্যান্ডে বসবাসের জন্য আবেদন করতে পারবেন না।
জ্যাসিন্দা দাবি করেন, বিদেশিরা বাড়ি ক্রয় করার কারণে এর দাম বৃদ্ধি পাচ্ছে এবং নিউজিল্যান্ডের নাগরিকদের কাছে এই মূল্য অনেক বেশি হয়ে দাঁড়াচ্ছে। তারা সহজে সম্পত্তি ক্রয় করতে পারছেন না। সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, দেশের রিয়েল এটেস্ট ব্যবসায়ের একটি বিরাট অংশ বিদেশীদের নিয়ন্ত্রণে। আমাদের নিউজিল্যান্ডের স্থানীয় ক্রেতাদের স্বার্থ রক্ষা করতে হবে। এই আইনের আওতায় সরকার ক্রেতার নাগরিকত্ব যাচাই করে নিবেন।
সমীক্ষায় দেখা গেছে, নিউজিল্যান্ডের অকল্যান্ডের হাউজিং মার্কেট বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল বাজারগুলোর মধ্যে অন্যতম। কেন্দ্রীয় ব্যাংকের হিসেবে দেখা যায়, প্রতি বছর এই দাম ১০ ভাগ বৃদ্ধি পায়। বর্তমানে নিউজিল্যান্ডের মাত্র ৬০ ভাগ নাগরিকের নিজস্ব বাড়ি আছে। ১৯৯২ সালে এই হার ছিল ৭৫ ভাগ।
এর আগে, সেপ্টেম্বরের নির্বাচনি ক্যাম্পেইনে লেবার দলের নেত্রী আদ্রেন বাড়ি ক্রয় সহজসাধ্য করার প্রতিশ্রæতি দেন। যদিও কিছু কিছু বিশেষজ্ঞরা এই নীতি নিয়ে প্রশ্ন তুলছেন। অস্ট্রেলিয়ার রিয়েল এটেস্ট ফার্মের প্রধান গবেষক সোফি চিক, বিশ্বব্যাপী এখন সরকাররা বিদেশী ক্রেতাদের অনেক ক্রয় সুবিধা দিয়ে থাকে। অস্ট্রেলিয়ার বিদেশী বিনিয়োগকারীদের সম্পত্তি ক্রয়ে এই ধরনের বাধা থাকলেও অস্ট্রেলিয়া এখন এটি সহজ করার পরিকল্পনা করছে। সিএনএন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়