শিরোনাম
◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল

প্রকাশিত : ০১ নভেম্বর, ২০১৭, ০৬:২৭ সকাল
আপডেট : ০১ নভেম্বর, ২০১৭, ০৬:২৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাপাহারে গ্রাম আদালত সেবা সম্পর্কে সচেতনতা বৃদ্ধিমূলক র‌্যালি

নয়ন বাবু,সাপাহার (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর সাপাহারে গ্রাম আদালত সেবা সম্পর্কে সচেতনতা বৃদ্ধিমূলক র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সাপাহার সদর ইউনিয়ন পরিষদ চত্ত্বর থেকে মঙ্গলবার সকাল ১০টায় নওগাঁ-১ আসনের জাতীয় সংসদ সদস্য বাবু সাধন চন্দ্র মজুমদার এর নের্তৃত্বে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। র‌্যালি শেষে ইউনিয়ন পরিষদ হলরুমে আলোচনা সভায় সভাপতিত্ব করেন সদর ইউপি চেয়ারম্যান আকবর আলী।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গ্রাম আদালত সেবার উপর বিশেষ গুরুত্ব রেখে বক্তব্য প্রদান করেন জাতীয় সংসদ সদস্য বাবু সাধন চন্দ্র মজুমদার। বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শামসুল আলম শাহ চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার ফাহাদ পারভেজ বসুনীয়া, মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব ওমর আলী, জেলা পরিষদের সদস্য মন্মত সাহা, ফাহিমা বেগম, থানার অফিসার ইনচার্জ (ওসি) শামসুল আলম শাহ, উপজেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইস্ফাত জেরিন মিনা প্রমুখ। এ সময় সেখানে উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের অফিসার, ইউনিয়ন পরিষদের কর্মকর্তা/কর্মচারী সহ অনেকেই উপস্থিত ছিলেন।

অপরদিকে বেলা ১১টায় উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে জাতীয় যুব দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-১ আসনের জাতীয় সংসদ সদস্য বাবু সাধন চন্দ্র মজুমদার। আলোচনা সভা শেষে প্রধান অতিথি উপজেলার ১৫ জন যুব সদস্যের মাঝে ৬ লাখ ৩০ হাজার টাকার ঋনের চেক তুলে দেন।

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়