শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত

প্রকাশিত : ০১ নভেম্বর, ২০১৭, ০৬:০০ সকাল
আপডেট : ০১ নভেম্বর, ২০১৭, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হায়দাবাদে হেলিকপ্টার থেকে দরজা খুলে পড়লো বাড়ির ছাদে

সজিব সরকার: ভারতের হায়দ্রাবাদে একটি বাড়ির ছাদে সোমবার একটি হেলিকপ্টারের দরজা পাওয়া যায়, যা স্থানীয় ‘তেলঙ্গানা স্টেট অ্যাভিয়েশন একাডেমি’ এর একটি প্রশিক্ষণ ফ্লাইটের অংশ ছিল। তবে, পাইলট এবং শিক্ষানবিসরা নিরাপদে অবতরণ করেন।

এনডিটিভির একটি প্রতিবেদনে বলা হয়, হেলিকপ্টারের এ দরজাটি হায়দ্রাবাদের একটি ঘন আবাসিক এলাকার একটি বাড়ির ছাদে পড়ে, তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি। স্থানীয় পুলিশ জানায়, হেলিকপ্টারটিতে কয়েকজন শিক্ষানবিসকে প্রশিক্ষণ দেয়া হচ্ছিল। হঠাৎ করেই হেলিকপ্টারের দরজা খুলে পড়ার ঘটনা ঘটে। তবে ঘটনার কিছুক্ষণ পরেই পাইলট ও শিক্ষানবিসরা একাডেমি প্রাঙ্গনে নিরাপদে অবতরন করেন।

বাড়িতে বসবাসরত একজন ব্যক্তি বলেন, ঘটনাটি ঘটার সময় তিনি বাড়ির নিচতলায় ছিলেন। সোমবারে বাড়ির ছাদে তাদের একটি পূজা পালন করার কথা ছিল কিন্তু তা স্থগিত করে বৃহস্পতিবার পালন করার সিদ্ধান্ত নিয়েছিলেন তারা। তিনি বলেন, ‘আজকে যদি অনুষ্ঠানটি হত তবে বাড়ির ছাদে অনেক আত্মীয়-স্বজন থাকত এবং তাদের অনেক ক্ষতি হতে পারত। এটা ভগবানের ইচ্ছা ছিল যে উনি আমাদের রক্ষা করবেন।’

সিভিল অ্যাভিয়েশনের মহাপরিচালক এ ঘটনার ব্যাপারে অনুসন্ধান শুরু করে দিয়েছেন। এনডিটিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়