শিরোনাম
◈ চট্টগ্রামে জুতার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী

প্রকাশিত : ০১ নভেম্বর, ২০১৭, ০৬:০২ সকাল
আপডেট : ০১ নভেম্বর, ২০১৭, ০৬:০২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কলাপাড়ায় কোচিং সেন্টারগুলোর শিক্ষকদের নামের তালিকা শিক্ষা অধিদফতরে প্রেরণ

নিনা আফরিন,পটুয়াখালী : পটুয়াখালীর কলাপাড়ায় অভিভাবক ও শিক্ষার্থীদের জিম্মি করে গড়ে তোলা কোচিং সেন্টারগুলোর শিক্ষকদের তালিকা তৈরী করে আইনানুগ ব্যবস্থা নিতে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদফতরে প্রেরণ করা হয়েছে।

কলাপাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. শহীদ হোসেন কোচিংয়ের সাথে জড়িত স্কুল, কলেজ ও মাদ্রাসার অভিযুক্ত এসব শিক্ষকদের ইনডেক্স নম্বর সহ নামের তালিকা তৈরী করে আইনানুগ ব্যবস্থা নিতে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক বরাবরে প্রেরণ করেছেন।

এর আগে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক সাখায়েত হোসেন বিশ্বাস কলাপাড়া মাধ্যমিক শিক্ষা অফিসারকে এক লিখিত স্মারকে কোচিং সেন্টারের সাথে জড়িত শিক্ষক/শিক্ষিকাদের নামের তালিকা তৈরী করে পরিচালক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর, ঢাকা, বরাবরে প্রেরনণর জন্য অনুরোধ করেন।

কলাপাড়া মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শহীদ হোসেন জানান, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের নির্দেশে কর্তৃপক্ষের কাছে ইতোমধ্যে তালিকা প্রেরন করা হয়েছে।

কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী আইন প্রয়োগকারী সংস্থার সদস্যদের সহায়তায় শীঘ্রই কোচিং বন্ধে কার্যকর উদ্যোগ গ্রহণ করার কথা জানান তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়