শিরোনাম
◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ০১ নভেম্বর, ২০১৭, ০৫:১০ সকাল
আপডেট : ০১ নভেম্বর, ২০১৭, ০৫:১০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ম্যানহাটন হামলাকারীর ট্রাকে আইএসের পতাকা ও নোটবুক

লিহান লিমা: যুক্তরাষ্ট্রের ম্যানহাটনের হামলাকারী ট্রাক ড্রাইভার আইএসের সদস্য বলে মনে করা হচ্ছে। সিএনএন-এর খবরে বলা হয়, হামলাকারী ‘আল্লাহু আকবার’ বলে গুলি চালায় ও তার ট্রাকে পাওয়া ইংরেজি নোটবুকে আইএসের প্রতি আনুগত্যের আলামত দেখা গেছে। পুলিশ জানায়, ২৯ বছর বয়সী উজবেকের নাগরিক সাইফুল্লাহ হাবিবুলল্লাহভিক সাইপোভ একজন সন্ত্রাসী।

এর আগে, স্থানীয় সময় মঙ্গলবার দুপুরে সাইপোভ সাইকেল চালানোর রাস্তায় এলোপাতাড়ি গাড়ি চালাতে শুরু করে এবং একপর্যায়ে রাস্তায় নেমে গুলি করে। এই হামলায় ৮ জন নিহত এবং ১৫ জন আহত হয়। এদের মধ্যে পাঁচজন আর্জেন্টিনার ও একজন বেলজিয়ামের নাগরিক। হামলাকারী পুলিশের গুলিতে আহত হওয়ার পর তাকে হাসপাতালে পাঠানো হয়।

সিএনএন জানায়, হামলাকারী সেরে উঠেছে, তবে কোন তথ্য দিয়েছে কি না তা জানা যায় নি। নিউ ইয়র্ক পোস্ট জানায়, তার ট্রাকে আইএসএর পতাকার ছবি পাওয়া গিয়েছে।

ডেইলি মেইল জানায়, ২০১০ সাল থেকে সাইপোভ যুক্তরাষ্ট্রে অভিবাসী হিসেবে বসবাস করে আসছে। তিনি এখন নিউ জার্সিতে থাকেন। দুইটি ট্রাক কোম্পানিতে ড্রাইভার হিসেবে তার নাম আছে, এছাড়া তিনি উবার চালক হিসেবেও কাজ করেন। তার পরিচিত একজন বলেন, সে খুব বন্ধুত্বপরায়ণ ও শিশুদের প্রতি তার বিশেষ ভালবাসা আছে কিন্তু সে ছবি তুলতে ভয় পেত।

হামলার পর নিউ ইয়র্কের মেয়র বিল দি ব্লেসিও এটিকে ‘কাপুরুষতা’ বলে নিন্দা করেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টুইটারে বলেন, আমরা আরেকটি অসুস্থতার শিকার হলাম। তবে যুক্তরাষ্ট্রে আইএসকে কোনভাবেই প্রবেশ করতে দেয়া হবে না। হামলার শিকার পরিবারের প্রতি আমি সমবেদনা জানাচ্ছি। সূত্র: স্পুটনিক, সিএনএন।

আনিস/

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়