শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

প্রকাশিত : ০১ নভেম্বর, ২০১৭, ০৯:৪৭ সকাল
আপডেট : ০১ নভেম্বর, ২০১৭, ০৯:৪৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অলিম্পিয়াকোসের সাথে ড্র করলো বার্সোলনা

নবাগত দল অলিম্পিয়াকোসের মাঠ থেকে গোলশুন্য ড্র নিয়ে মাঠ ছাড়তে হল এই মৌসুমে দুর্দান্ত খেলতে থাকা বার্সোলনা। মেসি-সুয়ারেজের আক্রমণ বারবার প্রতিহত করে বার্সাকে গোল বঞ্চিত রেখেছে অলিম্পিয়াকোসের ডিফেন্ডাররা। এটি প্রথম কোন প্রতিযোগীতামূলক ম্যাচ ছিল অলিম্পিয়াকোসের নিজেদের মাঠে। আর প্রথম ম্যাচেই বার্সােকে রুখে দিয়ে নিজেদের প্রথম হোম ম্যাচ স্মরণীয় করে রাখলো।

মঙ্গলবার রাতে গ্রিক ক্লাবটির সঙ্গে গোলশূন্য ড্র করেছে এরনেস্তা ভালভেরদের দল। কাম্প নউয়ে প্রথম লেগে দলটিকে ৩-১ গোলে হারিয়েছিল বার্সেলোনা।

শুরুতে কিছুটা অগোছালো ফুটবলের মাঝে ২০তম মিনিটে প্রথম সুযোগ পায় বার্সেলোনা। ১৫ গজ দূর থেকে মেসির শটে তেমন গতি ছিল না। তবে শেষ মুহূর্তে লুইস সুয়ারেসের আলতো টোকায় বলের দিক সামান্য বদলে যায়। দারুণ ক্ষীপ্রতায় কর্নারের বিনিময়ে ঠেকিয়ে দেন গোলরক্ষক।

চার মিনিট পর সামুয়েল উমতিতি ও মার্ক আন্ড্রে টের-স্টেগেনের ভুল বোঝাবুঝিতে গোল খেতে বসেছিল বার্সেলোনা। কর্নারের বিনিময়ে রক্ষা পায় তারা।

২৭তম মিনিটে ডি-বক্সে ঢুকে মেসির নেওয়া শট কোনোমতে পা দিয়ে ঠেকান গোলরক্ষক সিলভিও প্রোতো। খানিক পর আর্জেন্টিনা অধিনায়কের বাঁকানো ফ্রি-কিক ফের কর্নারের বিনিময়ে ঠেকান প্রোতো।

৬২তম মিনিটে ডি-বক্সের মধ্যে সুয়ারেসের ছোট পাস ভালো পজিশনে পেয়েছিলেন মেসি; কিন্তু ঠিকমতো শট নিতে পারেননি। পোস্টের একটু বাইরে দিয়ে চলে যায় বল।

৮০তম মিনিটে দ্বিতীয়ার্ধের সেরা সুযোগটি সুয়ারেসকে তৈরি করে দেন মেসি। মাঝমাঠ থেকে তার উঁচু করে বাড়ানো বল ডি-বক্সে পেয়ে প্রথম ছোঁয়ায় আগুয়ান গোলরক্ষকের মাথার উপর দিয়ে তুলে দেন উরুগুয়ের স্ট্রাইকার। কিন্তু বল লাগে ক্রসবারে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়