শিরোনাম
◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে

প্রকাশিত : ০১ নভেম্বর, ২০১৭, ০৮:৩৩ সকাল
আপডেট : ০১ নভেম্বর, ২০১৭, ০৮:৩৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রোনালদোর নামে উল্লাস করায় নির্যাতন, ডিভোর্স চান সৌদি নারী

ডেস্ক রিপোর্ট  : স্প্যানিশ ক্লাব রিয়েল মাদ্রিদের ফুটবল তারকা ক্রিস্টিয়ানো রোনালদোর প্রতি উচ্ছ্বাস প্রকাশ করায় স্বামীর হাতে নির্যাতিত এক সৌদি নারী বিবাহ বিচ্ছেদ চেয়ে আবেদন জানিয়েছেন। স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রে জানা যায়, এল ক্লাসিকো ম্যাচে বার্সেলোনার বিপক্ষে রিয়াল মাদ্রিদের জয়ে ২০ বছর বয়সী এ নারী জয়োল্লাস করেন। এতে শারীরিকভাবে এবং মৌখিকভাবে তার স্বামীর দ্বারা নির্যাতিত হন তিনি।
রিয়েল মাদ্রিদের জয়ে স্ত্রী জয়সূচক চিৎকার ও লাফ দেয়াকে মেনে নিতে পারেননি বার্সেলোনার ভক্ত স্বামী। নিজের দল হেরে যাওয়ায় এ সময় হতাশাগ্রস্ত হয়ে পড়েন তিনি।
নারীটির এক বন্ধু সৌদি সংবাদ মাধ্যম আজেলকে জানান, পর্তুগিজ তারকা রোনালদোর নাম উচ্চারণ করে স্বামীর সামনে উল্লাস করলে স্বামী দ্বারা নিগৃহীত হন তিনি।
নারী বন্ধুটি জানান, নিজের দল হেরে যাওয়ায় অভিযুক্ত স্বামী ক্ষুব্ধ ছিলেন। সেইসাথে স্ত্রীর উল্লাস মেনে নিতে না পেরে প্রথমে তাকে মৌখিকভাবে অপমান করেন এরপর মারাত্মকভাবে মারধর করেন।
জানা যায়, এ ঘটনার পর সৌদি নারীটি তার বাবা-মার বাড়িতে চলে আসেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিবাহবিচ্ছেদ জন্য আবেদন দাখিল করেন।
এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার ঝড় ওঠে। অনেকেই সৌদি পুরুষটিকে অসুস্থ বলে উল্লেখ করেন একই সাথে তার সাথে বিবাহ বিচ্ছেদ করার জন্য নারীটির প্রতি সাধুবাদ জানান। সূত্র: আল আরাবি

  • সর্বশেষ
  • জনপ্রিয়