এম এম লিংকন: [২] লেখক ও শিক্ষাবিদ ড. জাফর ইকবাল বলেন, ইভিএমে কারচুপির সুযোগ নাই, সহজ প্রযুক্তি আমরা সন্তুষ্ঠু। ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) অপারেট শুরুর আগে দেখে নেওয়া সম্ভব ভেতরে কী আছে। বুধবার ইসির সঙ্গে ইভিএম বিশেষজ্ঞদের সংলাপ শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
[৩] তিনি বলেন, আমি রাজনৈতিক দলগুলোকে বলবো, আপনারা যদি আপনাদের মতো করে নির্বাচন করতে পারেন, নতুন নির্বাচন কমিশন তৈরি করে, তাহলেও আপনারা এই মেশিনটা ব্যবহার করেন। আপনাদেরই লাভ হবে।
[৪] বিজ্ঞান বিষয়ক এই লেখক ও শিক্ষাবিদ বলেন, আমি বলেছিলাম, খুলে দেখান সার্কিটগুলো। ভেতরে আইসিগুলো যেভাবে বসানো আছে সেখানে ভেতরে ঢুকে ম্যানুপুলেট করা ভার্চুয়ালি অসম্ভব। কেউ বিশ্বাস করবে কি না সেটা তার ব্যাপার, সেটা রাজনৈতিক ব্যাপার। আমি টেকনিক্যাল জিনিসটা বলছি। যারা ইভিএমের বিরুদ্ধে কথা বলেন, তাদের অনুরোধ করবো যেন সমস্যাগুলো সুনির্দিষ্টভাবে লিখে আমাদের জানায়। আমরা তাদের ইভিএম সম্পর্কে ডিটেইলস জানাতে বা দেখাতে রাজি আছি। ইভিএম মেশিন নিয়ে আমি ব্যক্তিগতভাবে কনভিন্সড হয়েছি। অত্যান্ত চমৎকার একটি মেশিন।
[৫] ইভিএম নিয়ে ড. জাফর ইকবালের এই মতামতে একমত পোষন করেন আরেক শিক্ষাবিদ ড. কায়কোবাদ।
[৬] জামায়াতকে জোটে নিয়ে যে কোন রাজনৈতিক দল যেন নির্বাচন না করে তার আহ্বান জানান এই শিক্ষাবিদ।
আপনার মতামত লিখুন :