রাশিদুল ইসলাম : [২] হাজার হাজার তরুণ-তরুণীর ছোটবেলার স্মৃতি জড়িয়ে থাকা আইপড উৎপাদন বিলুপ্ত হল ঘোষণা করেছে অ্যাপল। অ্যাপলের আইপডের শেষ মডেলটি ২০০৭ সালে বেরিয়েছিল। সেই মডেলের নাম ছিল ‘আইপড টাচ’। টাচ স্ক্রিনের সেই আইপডে শুধু গান নয়, থাকত ভিডিও, ছবি ও বিভিন্ন অ্যাপের বন্দোবস্ত। ৬৪ গিগাবাইট জায়গা ছিল সেই আইপডে। দি ওয়াল
[৩] ২০০১ সালে প্রথম বাজারে এসেছিল আইপড। তখন হাতে হাতে স্মার্টফোন তো দূরের কথা, সাধারণ মোবাইল ফোনও থাকত না বেশিরভাগ মানুষের কাছে। সেই বাজারে আইপড ছিল প্রযুক্তির এক অত্যাধুনিক চমকের মতো।
[৪] আইপডে যা আছে, স্মার্টফোনে রয়েছে তার কয়েকগুণ বেশি সুযোগ-সুবিধা। অ্যাপলের ভাইস প্রেসিডেন্ট গ্রেগ জোসওয়াইক এদিন জানান, আইফোন থেকে শুরু করে, অ্যাপল ওয়াচ, হোমপড মিনি, ম্যাক, আইপ্যাড, অ্যাপল টিভি- আমাদের সমস্ত প্রোডাক্টেই মিউজিকের দারুণ রোমাঞ্চ অনুভূত হয়।
[৫] স্টিভ জোবস আইপড যখন বাজারে এনেছিলেন তখন কোম্পানিটির দুর্দশার মাঝে অ্যাপলের হাল ফিরিয়েছিল আইপড, এবার তার বিদায়ের পালা।
আপনার মতামত লিখুন :