স্পোর্টস ডেস্ক : বুন্দেসলিগার অবনমিত ক্লাব আরমিনিয়া বিয়েলেফেল্ডের গোল রক্ষক স্টেফান ওর্তেগাকে দলভুক্ত করছে ইংলিশি ক্লাব ম্যানচেস্টার সিটি। প্রথম পছন্দের গোল রক্ষক এডারসনের বিকল্প হিসেবে ক্লাবটি তাকে দলে ভেড়াতে যাচ্ছে বলে আজ গণমাধ্যমের রিপোর্টে বলা হয়েছে।
ম্যাগাজিন কিকার ও সর্বাধিক বিক্রিত দৈনিক বিল্ডের রিপোর্টে বলা হয়, বিয়েলেফেল্ডের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হয়ে যাওয়ায় বিনা ট্রান্সফার ফিতে সিটিজেন শিবিরে যোগ দিচ্ছেন ২৯ বছর বয়সি এই গোল রক্ষক।
গত মৌসুমে বিয়েলেফেল্ডের সেরা খেলোয়াড়দের একজন ছিলেন ওর্তেগা। অবনমিত হলেও ক্লাবটিকে ৩৩টি লিগ ম্যাচের মধ্যে ছয়টিতে গোলশুন্য রেখেছেন তিনি। গোল ডটকম, সম্পাদনা : এল আর বাদল
আপনার মতামত লিখুন :