স্পোর্টস ডেস্ক: রোববার থেকে ইরানের মাসাদ শহরে শুরু হতে যাওয়া দ্বিতীয় আন্তর্জাতিক ইমাম রেজা কাপ অ্যাথলেটিকস টুর্নামেন্টে অংশ নিতে শনিবার দেশ ছেড়েছেন তিন অ্যাথলেট।
বাংলাদেশ থেকে ইরানে যাওয়া তিন অ্যাথলেট হলেন- ল্যান্স কর্পোরাল মোহাম্মদ আল আমিন ১৫শ মিটার দৌড় ইভেন্টে অংশ গ্রহণ করবেন তিনি। ল্যান্স কর্পোরাল মোহাম্ম মাসুদ রানা ৪শ মিটার হার্ডেলস ইভেন্টে লড়বেন এবং সৈনিক মোহাম্মদ স্বপন বিশ্বাস হাই জাম্প ইভেন্টে প্রতিযোগীতা করবেন।
বাংলাদেশের তিন অ্যাথলেটের সঙ্গে ম্যানেজার হিসেবে সফরে থাকছেন মেজর মোহাম্মদ সাইদুর রহমান খান। অ্যাথলেটসদের বিদায় জানাতে বিমানবন্দরে এসেছিলেন বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের যুগ্ম-সম্পাদক ফরিদ খান চৌধুরী। দুই দিনের এই প্রতিযোগীতা শেষে লাল-সবুজের প্রতিনিধিত্ব করা তিন সদস্যের অ্যাথলেস দল দেশে ফিরবেন ১ জুন।
আপনার মতামত লিখুন :