স্পোর্টস ডেস্ক : ঘরের মাঠে শ্রীলংকার বিপক্ষে সিরিজ শুরুর আগে ইনজুরির কারণে সিরিজ থেকে ছিটকে যান মেহেদী হাসান মিরাজ। তার পরিবর্তে চট্টগ্রাম টেস্টের একাদশে জায়গা পেয়ে প্রথম ইনিংসে ৬ উইকেট নেন নাইম হাসান।
তবে আঙ্গুলের ইনজুরির কারণে ঢাকা টেস্ট থেকে নাইম ছিটকে গেলে বাংলাদেশের হেড কোচ রাসেল ডমিঙ্গোর নজরে আসেন মোসাদ্দেক হোসেন সৈকত।
প্রায় ৩৩ মাস পর আন্তর্জাতিক টেস্ট ক্রিকেট ফিরে দুই ইনিংসেই বাজে শট খেলে আউট হওয়ার পাশাপাশি এক ইনিংসে করেন শূন্য রান আর অপর ইনিংসে করেন ৯ রান। বল হাতেও মিরাজ কিংবা নাঈমের শূন্যতার ছিটে-ফোটা টুকুও পূরণ করতে পারেননি সৈকত। ১২ ওভার বল করেও কোন উইকেটই নিতে পারেননি তিনি।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মোসাদ্দেক হোসেন সৈকতকে কেন খেলানো হয়েছিল, এমন প্রশ্নের উত্তরে কোচ রাসেল ডমিঙ্গো বলেন, মোসাদ্দেক খেলেছে কারণ পঞ্চম বোলার হিসেবে কাউকে প্রয়োজন ছিল আমাদের।
আমাদের মনে হয়েছিল, দিনে ১৫ ওভার বোলিং করে দিতে পারবে সে। আমি কখনোই চার জন বোলার নিয়ে খেলার পক্ষপাতী নই। আগেও এটার কারণে আমাদের ভুগতে হয়েছে।
এখানেও ভুগতে হয়েছে, কারণ যতটা আশা করেছিলাম, ততটা করতে পারেনি মোসাদ্দেক। রাব্বিকে (ইয়াসির) খেলালে আট নম্বরে ব্যাটিং করাতে হতো। যেটার কোনো মানে নেই।
আমাদের মনে হয়েছিল, মোসাদ্দেক হয়তো প্রায় মিরাজের মতোই করতে পারবে। মিরাজকে না পাওয়া একটা বড় ক্ষতি। কারণ সে অনেক ওভার বোলিং করে, নিয়ন্ত্রিত বল করে, উইকেট নেয়, ব্যাটিংও করে। এটাই কারণ (মোসাদ্দেককে নেওয়ার)।
আপনার মতামত লিখুন :