স্পোর্টস ডেস্ক: [২] সাবেক প্রেমিকা লুসিয়া লুইয়ের সঙ্গে বাগদান সম্পন্ন করেছেন ইংল্যান্ডের তারকা ফুডবলার মার্কাস র্যাশফোর্ড। নিজের কৈশোরেই লুসিয়ার সঙ্গে সম্পর্কে জড়িয়ে ছিলেন র্যাশফোর্ড। যদিও মাঝে কিছু দিন এই সম্পর্কের মাঝে ছিল বিচ্ছেদ।
[৩] সম্প্রতি নিজেদের একটি ঘনিষ্ঠ ছবি প্রকাশ করেছেন রাশফোর্ড ও লুসিয়া জুটি। ছবিটি সম্পর্কে বৃটিশ গণমাধ্যম দ্যা সান জানিয়েছে, তারা এখন দারুণ আনন্দে আছে। অনেক দিন ধরেই এমন কিছু পরিকল্পনা করছিলেন র্যাশফোর্ড।
[৪] গত বছর লুসিয়ার সঙ্গে সম্পর্কে ভাঙ্গনের কিছু দিন পর ইউরো চ্যাম্পিয়ন শিপের ফাইনালে ইতালির বিপক্ষে র্যাশফোর্ড পেনাল্টি মিস করার পর বর্ণবাদী আক্রমণের শিকার হন এই ইংলিশ ফুডবলার। র্যাশফোর্ডের এমন খারাপ অবস্থা হয়ত ভালো লাগেনি লুসিয়ার। তাই সব অভিমান ভুলে ফিরে আসেন তার কাছে।
আপনার মতামত লিখুন :