মাকসুদ রহমান: [২] শ্রীলংকার বিপক্ষে ১৪১ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে ৩৪ রান তুলতেই ৪ উইকেট হারিয়েছে বাংলাদেশ, দিন শেষে স্বাগতিকরা পিছিয়ে ১০৭ রানে। প্রথম ইনিংসে বাংলাদেশের ৩৬৫ রানের জবাবে ৪০৬ রান করে শ্রীলংকা।
[৩] ৫ উইকেটে ২৮২ রানে চতুর্থ দিনের খেলা শুরু করে শ্রীলংকার দুই অপরাজিত ব্যাটার ম্যাথুজ ও চান্দিমাল। প্রথম দুই সেশন বিনা উইকেটে পার করে শ্রীলংকা। দ্বিতীয় সেশনে ম্যাথুজের পর সেঞ্চুরি করেন চান্দিমাল। তৃতীয় সেশনে শেষ ৫ উইকেট হারিয়ে ৫০৬ রানে গুটিয়ে যায় লংকানরা। ১৪৫ রানে অপরাজিত থাকেন ম্যাথুস। ৫ উইকেট নেন সাকিব।
[৪] প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও শূন্য রানে আউট হন তামিম। পরে দ্রুত শান্ত, মুমিনুল ও জয়ের উইকেট হারালে ২৩ রানেই চতুর্থ উইকেট হারায় স্বাগতিকরা। দিন শেষে মুশফিক ১৪ ও লিটন ১ রানে অপরাজিত থাকেন।
আপনার মতামত লিখুন :