ঝুমুরী বিশ্বাস: [২] রজত পতিদার শতরানে ভর করে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে প্রথম ব্যাট করে ২০৭ রান করে বেঙ্গালুরু। পরে বোলারদের দাপটে ১৪ রানে ম্যাচ জেতেন বিরাট কোহলিরা। পতিদারের শতরানের পর তাকে কী বলেছিলেন দলের প্রাক্তন অধিনায়ক কোহলি, তা নিজেই খোলসা করলেন তিনি।
[৩] ম্যাচ শেষে পাতিদারের সাক্ষাৎকার নিতে দেখা যায় কোহলিকে। সেখানেই তিনি বলেন, পতিদার সাজঘরে ফেরার পরে ওকে বলেছিলাম, আমি এত বছর ধরে চাপের মধ্যে অনেক ভাল ইনিংস দেখেছি। কিন্তু পতিদারের মতো ইনিংস কাউকে খেলতে দেখিনি। বড় ম্যাচে এই শতরান সত্যিই প্রশংসার যোগ্য। আইপিএলের প্লে-অফে জাতীয় দলে সুযোগ না পাওয়া প্রথম ক্রিকেটার হিসেবে শতরান করলেন পতিদার।
[৪] প্লে-অফের লড়াইয়ে যে মানসিক চাপ কাজ করে তা বড় ক্রিকেটারদের পক্ষেও সব সময় সামলানো যায় না বলেই জানিয়েছেন কোহলি। সেখানে পতিদার যে ইনিংস খেলেছেন তার প্রভাব অনেক বেশি বলে মনে করছেন তিনি। কোহলি বলেন, আমি নিজেই খুব চিন্তায় ছিলাম। জি নিউজ, সম্পাদনা: এল আর বাদল।
আপনার মতামত লিখুন :