স্পোর্টস ডেস্ক: [২] বিশ্বকাপ শুরুর আগে ট্রফির বিশ্ব ভ্রমণের অংশ হিসেবে জুন মাসের ৮ তারিখ ৩৬ ঘণ্টার জন্য বাংলাদেশে আসবে ফুটবল বিশ্বকাপের ট্রফি।
[৩] কোকাকোলার স্পন্সরে বাংলাদেশে নিয়ে আসা হবে ফুটবল বিশ্বকাপ ট্রফি। প্রথমে ট্রফিটি প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির কাছে নিয়ে যাওয়া হবে এবং পরে সেটা নিয়ে আসা হবে রাজধানীর আর্মি স্টেডিয়ামে। সেখানে সেটা সাধারণ মানুষের জন্য উন্মেচন করা হবে। ট্রফি উন্মোচন উপলক্ষ্যে আর্মি স্টেডিয়ামে আয়োজন করা হবে কনসার্টের। সেখানে দর্শকরা চাইলে ট্রফির সঙ্গে ছবিও তুলতে পারবেন।
[৪] এবছর উপমহাদেশের দেশগুলোর মাঝে কেবল বাংলাদেশেই আসবে বিশ্বকাপ ট্রফি। ট্রফি ঘিরে উৎযাপন শেষে ৯ জুন রাত্রে বাংলাদেশ ছাড়বে বিশ্বকাপ শিরোপা।
আপনার মতামত লিখুন :