ঝুমুরী বিশ্বাস: [২] শনিবার রাতে এমবাপ্পে জানান, আরও তিন মৌসুম থাকছেন পিএসজিতেই। তবে শেষ এক বছরে কেবল তার রিয়ালে যোগ দেওয়ার গুঞ্জনই ছড়ায়নি, ছড়িয়েছে তার মাদ্রিদ ভক্তির বিষয়টিও। ছোট্ট এমবাপ্পের কামরা ভরা ক্রিশ্চিয়ানো রোনালদোর পোস্টার এমন সব ছবিও ভেসে বেড়িয়েছে আন্তর্জালে। পিএসজির সঙ্গে নতুন চুক্তির ফলে সেই ভালো লাগাটাও চলে গিয়েছে এমবাপ্পের, বিষয়টা মোটেও তেমন নয়।
[৩] এমবাপ্পে জানালেন, চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে সবার আগে তিনিই সমর্থন দেবেন রিয়ালকে। এমবাপ্পের নতুন চুক্তিতে রিয়াল আশাহত হয়েছে, এমনকি লা লিগা কর্তৃপক্ষও প্রতিক্রিয়া দেখিয়েছে এ নিয়ে। তবে সেসবে মাথাব্যথা নেই এমবাপের। তিনি ধন্যবাদ জানালেন রিয়ালকে।
[৪] টুইটারে তিনি লিখলেন, এমন একটা প্রতিষ্ঠান আমাকে চাইছিল, এর বিশালতা সম্পর্কে আমি জানি। এমবাপ্পে জানালেন, ফাইনালে সমর্থনটা রিয়ালের প্রতি থাকবে তার।
আপনার মতামত লিখুন :