ঝুমুরী বিশ্বাস: [২] মৌসুমের অনেকটা সময় অবনমন অঞ্চলে পড়ে থাকা দলটি যে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষেও ২-০ গোলে পিছিয়ে পড়েছিল। সেখান থেকে ৩ গোল দিয়ে নাটকীয় এক জয় তুলে নিয়েছে ফ্রাঙ্ক ল্যাম্পার্ডের দল। বৃহস্পতিবার (১৯ মে) রাতে ৩-২ গোলের এই জয়ে এক ম্যাচ হাতে রেখে প্রিমিয়ার লিগে টিকে থাকা নিশ্চিত করেছে তারা।
[৩] ঘরের মাঠে ক্রিস্টাল প্যালেসকে হারিয়ে দিলেই প্রিমিয়ার লিগে থেকে যাওয়া নিশ্চিত, সমীকরণের ম্যাচে এভারটনের শুরুটা দুস্বপ্নের চেয়ে কোনো অংশে কম ছিল না। প্রথমার্ধের ২১ মিনিটে ক্রিস্টাল প্যালেসের জ্যঁ-ফিলিপ মাতেতা ও ৩৬ মিনিটে জর্ডান আইয়ুর লক্ষ্যভেদে ২-০ গোলে পিছিয়ে পড়ে ল্যাম্পার্ডের দল।
[৪] সেখান থেকে দুর্দান্ত প্রত্যাবর্তন এভারটনের। ৫৪ মিনিটে মাইকেল কিন আর ৭৫ মিনিটে রিচার্লিসনের গোলে সমতায় ফেরে তারা। ম্যাচের শেষ বাঁশি বাজতে যখন ৫ মিনিট বাকি, তখনই ঘটে নাটকীয়তা। ক্রিস্টাল প্যালেস বক্সের বাইরে ফ্রি-কিক পায় এভারটন। গোল ডটকম, সম্পাদনা: এল আর বাদল।
আপনার মতামত লিখুন :