মাকসুদ রহমান: [২] তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ইংল্যান্ডের আসার পরই করোনা শনাক্ত হয়েছে নিউজিল্যান্ডের দুই ক্রিকেটার ও এক কোচিং স্টাফ। তবে দলের বাকি সদস্যদের রিপোর্ট নেগেটিভ এসেছে। ক্রিকেটডটকম
[৩] করোনা নেগেটিভ আসা ক্রিকেটারদের মাঝে আছেন হেনরি নিকোলস ও ব্লেয়ার টিকনার এছাড়াও করোনার রিপোর্ট পজিটিভ এসেছে দলটির বোলিং কোচ শেন জার্গেনসেনের।
[৪] পর্যবেক্ষণে রাখা হয়েছে নিউজিল্যান্ড শিবিরের সবাইকে। করোনা পজিটিভ আসা ক্রিকেটারদের আবারো করোনা পরীক্ষা করানো হবে। তবে নেগেটিভ আসা সকল ক্রিকেটারদের র্যাপিড এন্টিজেন পরীক্ষাতেও করোনার রিপোর্ট নেগেটিভ আসে।
[৫] সিরিজ শুরুর আগে কাউন্টির সিলেক্টের একাদশের বিপক্ষে একটি ২৬ মে থেকে একটি চার দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে নিউজিল্যান্ড। আর সিরিজের টেস্ট তিনটি শুরু হবে ২, ১০ ও ২৩ জুন যথাক্রমে লর্ডস, ট্রেন্ট ব্রিজ ও হেডেংলিতে।
আপনার মতামত লিখুন :