ঝুমুরী বিশ্বাস: [২] শনিবার (২১ মে) ওয়েম্বলিতে উইকম্বের বিপক্ষে প্লে-অফ ফাইনালে খেলবে সান্ডারল্যান্ড। জিতলেই আগামী মৌসুমেই দ্বিতীয় স্তরে উঠে যাবে তারা। মহাগুরুত্বপূর্ণ এই ম্যাচ দেখার ইচ্ছা হতেই পারে ভক্তদের। প্রথম আলো
[৩] নিউক্যাসল থেকে লন্ডনের ওয়েম্বলিতে গিয়ে ম্যাচ দেখতে যাচ্ছেন ৩৩ বছর বয়সী জেমস জেলি। খুব সহজেই বাস বা ট্রেনে চলে যেতে পারতেন লন্ডনে। কিন্তু যুক্তরাজ্যে সড়কব্যবস্থায় এত বেশি ভাড়া যে সেটি দিতে ইচ্ছা হয়নি জেমস। এ কারণে উড়োজাহাজে করে স্পেনে যাচ্ছেন। স্পেন থেকে আবার উড়াল দিয়ে লন্ডনে নেমে তবেই খেলা দেখবেন।
[৪] নিউক্যাসল থেকে লন্ডনের দূরত্ব ৪৫০ কিলোমিটারের মতো। ট্রেনে সর্বোচ্চ ৪ ঘণ্টা সময় লাগে। বাসে সময় লাগে সর্বোচ্চ ৮ ঘণ্টা। কিন্তু সান্ডারল্যান্ড সমর্থক ২৮ ঘণ্টা ব্যয় করে পাড়ি দিচ্ছেন প্রায় ৪০০০ কিলোমিটার। সম্পাদনা: এল আর বাদল।
আপনার মতামত লিখুন :