ঝুমুরী বিশ্বাস: [২] গত শনিবার মঁপেলিয়েরের বিপক্ষে ম্যাচ ছিল পিএসজির। এ ম্যাচে সংখ্যালঘু যৌনপ্রবৃত্তির মানুষের সমকামিতা, রূপান্তরকামিতা, উভকামিতা, উভলিঙ্গত্ব সমর্থনে একটি জার্সি পরে নেমেছিল পিএসজি। ইদ্রিসা গানা গে ম্যাচটা ব্যক্তিগত কারণে খেলতে পারেনি বলে জানান পিএসজি কোচ মরিসিও পচেত্তিনো। তখন থেকেই শুরু হয়েছে সমালোচনা। এলজিবিটিকিউ সম্প্রদায়ের প্রতি বিদ্বেষমূলক মনোভাব থেকেই জার্সিটি না পরতে ইদ্রিসা গে ম্যাচটি খেলেননি বলে মনে করা হচ্ছে। প্রথম আলো
[৩] রেডিও চ্যানেল আরএমসিসহ বেশ কিছু সংবাদমাধ্যম জানায়, জার্সিটি না পরতে ম্যাচটি ইচ্ছা করে খেলেননি সেনেগালিজ মিডফিল্ডার। ফরাসি ফুটবলে এই বিতর্কের মধ্যেই দেশের প্রেসিডেন্টকে পাশে পেলেন ইদ্রিসা গানা গে। সেনেগালের প্রেসিডেন্ট ম্যাকি সল কাল টুইট করেন, ইদ্রিসা গানা গে-কে আমি সমর্থন করি। তার ধর্মীয় বিশ্বাসকে সম্মান করতে হবে। গত বছর সমকামীবিদ্বেষীদের বিপক্ষে লড়াইয়ের জন্য নিবেদিত একটি দিনে ম্যাচ খেলেছিল পিএসজি। ইদ্রিসা গানা গে সে ম্যাচটিও খেলেননি। সেনেগালে ইদ্রিসা গানা গে এবং তার সতীর্থরা বেশ জনপ্রিয়।
আপনার মতামত লিখুন :