মাকসুদ রহমান: [২] সেরি’আতে চলতি মৌসুমে আরো একটি ম্যাচ বাকি থাকতেই একই খেলায় দলের দুই অভিজ্ঞ ও তারকা ফুটবলার কিয়েল্লিনি ও দিবালাকে ঘরের মাঠ থেকে শেষ বিদায় জানিয়েছে জুভেন্টাস।
[৩] চলতি মৌসুমে জুভেন্টাসের শেষ ম্যাচটি ফিওরেন্টিনার বিপক্ষে তাদেরই মাঠে খেলতে হবে। সে হিসেবে ঘরের মাঠে শেষ ম্যাচটি খেলতে নেমে কেঁদে ফেলেন জুভেন্টাসের আর্জেন্টাইন তারকা ফুটবলার দিবালা। অপরদিকে দলটির হয়ে ১৭ মৌসুমে খেলা জর্জো কিয়েল্লিনিকেও ঘরের মাঠ থেকে বিদায় সম্মাননা জানায় ক্লাবটি। তবে লাজিওর বিপক্ষে ম্যাচটিতে জিতার থাকার সম্ভাবনা জাগিয়েও শেষ মূহুর্তে গোল খেয়ে জয় বঞ্চিত হয় জুভেন্টাস।
[৪] ২০০৪ সালে জুভেন্টাসে যোগ দিওয়ার পর দলটির জার্সি গায়ে ৫৫৯ ম্যাচ খেলেন দলটির বর্তমান অধিনায়ক কিয়েল্লিনি। ২০১৫ সালে জুভেন্টাসে যোগ দেন দিবালা। ২৯১টি ম্যাচ খেলে ১১৫টি গোল করেন এই ফরোয়ার্ড।
আপনার মতামত লিখুন :