ঝুমুরী বিশ্বাস: [২] জাতীয় দলের সাবেক ব্যাটসম্যান আফতাব আহমেদ যুক্তরাষ্ট্রের ঘরোয়া ক্রিকেট লিগের একটি দলের কোচ হওয়ার প্রস্তাব পেয়েছেন। বাংলাদেশের ঘরোয়া মৌসুমে বিরতির ফাঁকে যুক্তরাষ্ট্রের ক্রিকেটে কাজ করার ইচ্ছাও প্রকাশ করেছেন তিনি। প্রস্তাব পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন আফতাব নিজেই।
[৩] সবকিছু ঠিক, বাকি শুধু চুক্তিপত্রে স্বাক্ষর। আফতাব চাননি তার আগেই এগুলো জানাজানি হোক। তবে উত্তেজনা চেপে রাখতে আর পারলেন না আপাতত এক মৌসুমের দায়িত্ব নিয়ে যুক্তরাষ্ট্রের কাউন্টি ক্লাব বা ঘরোয়া ক্রিকেটের একটি দলের হেড কোচ হিসেবে যাচ্ছেন সাবেক এই ক্রিকেটার। এক মৌসুম পর চুক্তিটা হবে লম্বা।
[৪] আফতাব বলেন, কথাবার্তা চলছে। তবে এখনো ফাইনাল এগ্রিমেন্ট হয়নি। আশা করি কয়েকদিনের মধ্যে সেটা সম্পূর্ণ হবে। যেহেতু এখনো পাকাপাকি হয়নি, সেহেতু ক্লাবের নাম এখনি বলতে চাচ্ছি না। সম্পাদনা: এল আর বাদল।
আপনার মতামত লিখুন :