স্পোর্টস ডেস্ক: [২] করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় ২০২৩ এশিয়া কাপ ফুটবলের আয়োজক হিসেবে নিজেদের প্রত্যাহার করে নিয়েছে চীন। গত ৬ মে একই কারণে আগামী সেপ্টেম্বরে দেশটিতে অনুষ্ঠিতব্য এশিয়ান গেমসও অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছিল। যদিও এশিয়ান গেমস স্থগিতের পেছনে আনুষ্ঠানিকভাবে কোন কারণ জানানো হয়নি, তবে এশিয়া কাপ আয়োজন না করার জন্য নতুন করে দেশটিতে করোনার প্রকোপ বৃদ্ধি পাওয়াকেই কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।
[৩] এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) এক বিবৃতিতে জানিয়েছে, চাইনিজ ফুটবল অ্যাসোসিয়েশন (সিএফএ) আনুষ্ঠানিকভাবে এএফসিকে জানিয়েছে যে, ২০২৩ সালের এশিয়া কাপ তারা আয়োজন করতে পারবে না। ২০১৯ সালের জুনে ২০২৩ এশিয়া কাপের আয়োজক হিসেবে মনোনীত হয় চীন। বিবৃতিতে এশিয়া কাপের নতুন আয়োজকের নাম যথাসময়ে জানিয়ে দেওয়া হবে বলে উল্লেখ করেছে এএফসি। এএফসি ওয়েবসাইট, সম্পাদনা: এল আর বাদল
আপনার মতামত লিখুন :