মাকসুদ রহমান: [২] শেষের পথে ইংলিশ প্রিমিয়ার লিগের ২০২১-২০২২ সেশন। চলতি মৌসুমের সেরা ফুটবলার হওয়ার প্রতিযোগীতায় থাকা শীর্ষ আট ফুটবলারের তালিকায় নেই গেল এপ্রিল মাসে প্রিমিয়ার লিগের সেরা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো। তবে আছেন লিভারপুল ও ম্যানচেস্টার সিটির দুই জন করে ফুটবলার। গোলডটকম
[৩] আট জনের সংক্ষিপ্ত তালিকাতে আছেন, মোহাম্মদ সালাহ (লিভারপুল) , ক্যাভিন ডি ব্রুইনা (ম্যানচেস্টার সিটি), ট্রেন্ট অ্যালেকজ্যান্ডার-আর্নল্ড (লিভারপুল), জোয়াও কানসেলো (ম্যানচেস্টার সিটি), জার্ড বোয়েন (ওয়েস্ট হ্যাম), বুকায়ো সাকা (আর্সেনাল), সন হিউং-মিন (টটেনহ্যাম হটস্পার) ও জেমস ওয়ার্ড-প্রোস (সাউদাম্পটন)।
[৪] গত মৌসুমে প্রিমিয়ার লিগের সেরা ফুটবলারের খেতাব জিতেছিলেন ম্যানসিটির দিয়াজ। এর আগে ২০১৭-২০১৮ মৌসুমে সালাহ এবং ২০১৯-২০২০ মৌসুমে প্রিমিয়ার লিগের সেরা ফুটবলারের পুরস্কার জিতেছিলেন ডি-ব্রুইনা।
আপনার মতামত লিখুন :