স্পোর্টস ডেস্ক: প্রাক-মৌসুমের যুক্তরাষ্ট্র সফরে রিয়ালের বিপক্ষে ১-০ গোলে জেতা ম্যাচ দিয়েই বার্সেলোনার জার্সিতে প্রথম মাঠে নামেন লেভানদোভস্কি। যদিও তেমন কিছু করে দেখাতে পারেননি তিনি। বিডি নিউজ
এই স্ট্রাইকার বললেন, রিয়ালের বিপক্ষে খেলতে তৈরি তিনি। সেই সঙ্গে জানিয়ে দিলেন, শুধু রিয়াল নয়, তার ভাবনায় থাকছে অন্য ক্লাবগুলোও।
রিয়াল মাদ্রিদকে উদ্দেশ্য করে লেভানদোভস্কি বলেন, রিয়াল মাদ্রিদের বিপক্ষে খেলার জন্য সবসময়ই আমি প্রস্তুত। জানি, তাদের বিপক্ষে কীভাবে খেলতে হয়। গত মৌসুমটা তাদের জন্য খুব সাফল্যমন্ডিত ছিল। আমরা এখানে তাদের হারাতে এসেছি। জানি এটা কঠিন হবে, তবে এটাই ফুটবল।
নিজের পরিকল্পনা প্রসঙ্গে পোলিশ এই তরকা ফরোয়ার্ড আরো বলেন, শুধু রিয়াল মাদ্রিদ নয়। সবসময় প্রস্তুত থাকতে হবে, কারণ আরও দারুণ কিছু ক্লাব আছে। সবসময় নিজেদের সেরাটা দিয়ে খেলতে হবে। জানি আমরা প্রতিটি ম্যাচ জিততে মাঠে নামব। এটা অনেক চ্যালেঞ্জিং। আমি রিয়াল মাদ্রিদ বা করিম বেনজেমাকে নিয়ে ভাবছি না। সে (বেনজেমা) দুর্দান্ত স্ট্রাইকার, অনেক বছর ধরে সে লা লিগায় খেলছে। গুরুত্বপূর্ণ হচ্ছে বার্সেলোনার হয়ে ভালো খেলা, তার (বেনজেমা) বিপক্ষে নয়। সম্পাদনা: মাকসুদ রহমান
আপনার মতামত লিখুন :