ঝুমুরী বিশ্বাস: গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে উইন্ডিজের বিপক্ষে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে বৃহস্পতিবার (৭ জুলাই) রাতে মাঠে নামছে বাংলাদেশ। রাত সাড়ে ১১টার ম্যাচে ইতিবাচক ফলের জন্য ব্যাটসম্যানদের নিয়মিত বড় রান করার তাগিদ দিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মাহমুদুউল্লাহ রিয়াদ। দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ হেরেছিল ৩৫ রানে। ওই ম্যাচে ব্যাটিং-বোলিং কোনো দিক দিয়েই বাংলাদেশ ভালো করতে পারেনি।
বাজে পারফরম্যান্সের কারণে চাপ আছে কি না-এমন প্রশ্নের জবাবে ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক বলেন, সব দিক থেকে চাপ আসছে কি না
সব দিক থেকে না। টি-টোয়েন্টি খেলাটাই এ রকম। অনেক সময় ওপেনাররা সফল হবে, হয়তো ভালো শুরু এনে দেবে। মিডল অর্ডার হয়তো অনেক সময় সেটা নাও টেনে নিয়ে যেতে পারে। তবে কোনো একজনের দায়িত্ব নিতে হবে।
আগের ম্যাচে সাকিব যেমন একটা ইনিংস খেলল, আমরা ১৬০-এর কাছাকাছি চলে গিয়েছিলাম। তো আমাদের দলে কোনো একজনের এমন ব্যাটিং করতে হবে, সঙ্গে ১৫, ২০ বা ৩০ রানের ক্যামিও ইনিংস খেললে, আমরা সব সময় ধারাবাহিকভাবে ১৬০-১৭০ রান করতে পারব।
আজকের ম্যাচ হারলেই সিরিজ হারতে হবে বাংলাদেশকে। ডমিনিকায় দ্বিতীয় টি-টোয়েন্টিতে রোভম্যান পাওয়েলের ঝোড়ো ব্যাটিংয়ে ১৯৩ রান তুলেছিল উইন্ডিজ। সেই ম্যাচে বাংলাদেশি বোলারার পাত্তাই পায়নি।
তবে মাহমুদুউল্লাহ মনে করেন, ব্যাটাররা ভালো করলে বোলাররা বাকিটা সামাল দিতে পারবেন, আমাদের এই বিশ্বাসটা আছে, যদি আমরা ব্যাটাররা নিয়মিত ১৬০ থেকে ১৭০ রান করতে পারি, বোলারদের ওইটা ডিফেন্ড করতে পারবে। সম্পাদনা: এল আর বাদল
আপনার মতামত লিখুন :