মাকসুদ রহমান: বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে রাজশাহীর মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে বাংলাদেশ পুলিশের কাছে ১-০ গোলে হেরেছে স্বাধীনতা ক্রীড়া সংঘ। পুলিশ এফসির কাছে হেরে পয়েন্ট টেবিলে আরো পিছিয়ে পরেছে স্বাধীনতা। খেলায় একমাত্র গোলটি করেন পুলিশে আফগান ফরোয়ার্ড আমিরুদ্দিন মোহাম্মদ আনোয়ার শারিফি।
প্রিমিয়ার লিগে ১৮ খেলায় ২৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে উঠে এসেছে বাংলাদেশ পুলিশ এফসি। আর সমান খেলায় ৯ পয়েন্ট নিয়ে টেবিলের সবার নিচে ১২তম স্থানে নেমে এসেছে স্বাধীনতা ক্রীড়া সংঘ। যদিও প্রথমবার প্রিমিয়ার লিগে খেলতে এসে নিজেদের প্রথম খেলায় গত দাপুটে বসুন্ধরা কিংসকে হারিয়ে চমক দেখিয়েছিলো স্বাধীনতা নামক ক্লাবটি কিন্তু পরে আর সেই ধারা ধরে রাখতে পারেনি ক্লাবটি।
এদিন প্রথমার্ধে গোলের দেখা পায়নি কোন দল। তবে শুরু ২০ মিনিটেই কয়েকটি আক্রমণ মাঠের খেলায় বেশ উত্তেজনা তৈরী করে। দ্বিতীয়ার্ধেও আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে উভয় দল। খেলায় কাঙ্খীত গোলটি পেতে বাংলাদেশ পুলিশকে অপেক্ষা করতে হয় খেলার ৭১তম মিনিট পর্যন্ত। আফগান ফরোয়ার্ডে শারিফির গোলে লিড পায় পুলিশ পরে খেলার বাকি সময়ে আর কোন গোল না হলেও জয় নিয়েই মাঠ ছাড়ে পুলিশ।
আপনার মতামত লিখুন :