স্পোর্টস ডেস্ক : ভারত-ইংল্যান্ড টেস্টের বাকি মাত্র তিনদিন। রোহিত শর্মার করোনা নিয়ে চিন্তিত বোর্ড। ভারত অধিনায়ককে আদৌ পাওয়া যাবে কিনা বোঝা যাচ্ছে না। তাই কোনওরকম ঝুঁকি নিতে চাইছে না ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই। ভারতীয় ক্রিকেটারদের ওপর একাধিক নিষেধাজ্ঞা জারি করলো বোর্ড।
আইপিএলের পর থেকে আর কোনও জৈব বলয় নেই। ইংল্যান্ডও নেই জৈব দুর্গ। কিন্তু বিরাটদের শপিংয়ে যাওয়া, রেস্তোরাঁয় যাওয়া এবং বাইরে ঘুরতে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করলো ভারতীয় ক্রিকেট বোর্ড। ইতিমধ্যেই কোভিড আক্রান্ত রোহিত। লেস্টারশায়ারের বিরুদ্ধে চার দিনের ম্যাচ চলাকালীন তার করোনা সংক্রমিত হওয়ার খবর জানা যায়।
তারপর থেকেই চিন্তায় পড়ে যায় বোর্ড। ভারতীয় ক্রিকেটাররা ঘুরে বেড়ালে বাকিদেরও করোনা আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকবে। সেই কারণেই তড়িঘড়ি নিষেধাজ্ঞা জারি করে দিল বোর্ড। বিসিসিআইয়ের এক কর্তা বলেন, অনেক ক্রিকেটারই বাইরে ঘুরে বেড়াচ্ছে। সমর্থকদের সঙ্গে ছবি তুলছে। তাতে বিরক্ত বোর্ড। তাদের সাবধান করা হয়েছে। ক্রিকেটারদের নিজেদের ঘরে থাকতে বলা হয়েছে। সবরকম সুরক্ষা ব্যবস্থা মেনে চলতে বলা হয়েছে। - আজকাল, সম্পাদনা : এল আর বাদল
আপনার মতামত লিখুন :