ফিরোজ আহম্মেদ, ঝিনাইদহ: ঝিনাইদহের মহেশপুর উপজেলার যাদবপুর ইউপির ভারত সীমান্তবর্তী দোয়ারপাড়া মাঠে গরুর জন্য ঘাস কাটার সময় বজ্রপাতে আব্দুল্লাহ (৪৫) নামের কৃষকের মৃত্যু হয়েছে।
বুধবার (২২ জুন) দুপুরের দিকে এ ঘটনাটি ঘটে। বজ্রপাতে নিহত আব্দুল্লাহ হোসেন উপজেলার ৯নং যাদবপুর ইউপির জলুলী গ্রামের শাহাদৎ হোসেনের ছেলে।
প্রতিবেশীরা জানান, আব্দুল্লাহ সকাল ১১টার দিকে গরুর জন্য ঘাস কাটতে যায় গ্রামের দোয়ার পাড়া মাঠে। দুপুরের দিকে হঠাৎ বৃষ্টি আর তার সঙ্গে বজ্রপাত হয়। মাঠের মধ্যেই ঘাস কাটা অবস্থায় বজ্রপাতে আব্দুল্লাহর করুন মৃত্যু হয়।
যাদবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ডাঃ সালাউদ্দীন আহাম্মেদ বজ্রপাতে আব্দুল্লাহর মৃত্যুর কথা স্বীকার করে জানান, বিকালে নামাজে জানাজা শেষে তাকে পারিবারীক কবর স্থানে দাফন করা হয়েছে। সম্পাদনা: হ্যাপি
আপনার মতামত লিখুন :