জাকারিয়া জাহিদ, কুয়াকাটা প্রতিনিধি: কুয়াকাটা সমুদ্র সৈকতে নিখোঁজ পর্যটক ফিরোজ সিকদারের (২৭) এর এখনো খোঁজ মেলেনি। শুক্রবার (২৭ মে) দুপুরে সমুদ্র সৈকতে ৬ জন একসাথে গোসল করতে নামলে ফিরোজ নিখোঁজ হয়। ৩২ ঘণ্টা অতিবাহিত হলেও এখনো খোঁজ মেলেনি।
শনিবার (২৮ মে ) বিকাল ৪ টায় সৈকতে ঘুরে দেখা যায়, নিখোঁজ পর্যটকের আত্মীয়-স্বজন, ফায়ার সার্ভিস, ট্যুরিস্ট পুলিশ, থানা পুলিশ যৌথভাবে পুরো সৈকতের তীরবর্তী এলাকায় খোঁজাখুঁজি অব্যাহত রেখেছেন।
নিখোঁজ পর্যটক ফিরোজের স্বজনরা জানান, ফিরোজ গত পরশু কুয়াকাটায় ঘুরতে আসে। শুক্রবার বন্ধুদের সঙ্গে গোসল করতে নেমে নিখোঁজ হয়। এখন আমরা শুধু তার লাশের আশায় বসে আছি। খেপুপাড়া ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মো. ইলিয়াস বলেন, শুক্রবার থেকে ফায়ার সার্ভিসের কয়েকটি টিম কাজ করছে । আমাদের সঙ্গে ট্যুরিস্ট পুলিশ ও থানা-পুলিশ সার্বক্ষণিক সহযোগিতা করছে। তবে নিখোঁজ পর্যটকের খোঁজ না পাওয়া পর্যন্ত আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।
উল্লেখ্য, শুক্রবার কুয়াকাটা সৈকতে ঘুরতে এসে বেলা সাড়ে ১২ টার দিকে বন্ধুদের সঙ্গে গোসলে নেমে নিখোঁজ হন ফিরোজ সিকদার নামে একজন পর্যটক। পটুয়াখালীর গলাচিপা উপজেলার আমখোলা ইউনয়নের মৃত মিলন সিকদারের ছেলে তিনি ।
আপনার মতামত লিখুন :