মোশতাক আহমেদ : [২] নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ৪০০ বোতল ফেনসিডিলসহ মো. মাইন উদ্দীন (৩৩) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব।
[৩] শুক্রবার (২৭ মে) সকালে র্যাব-১১’র সিপিএসসি’র একটি আভিযানিক দল সোনারগাঁয়ের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মাদক বিরোধী অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার হেফাজত হতে মাদক বিক্রয়ের নগদ ২ হাজার ৬শ’ ৭৫ টাকা এবং মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়।
[৪] গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী মো: মাইন উদ্দীন কুমিল্লা জেলার সদর থানার সুবর্ণপুর বেপারী বাড়ী এলাকার সোলেমান মিয়ার ছেলে।
[৫] র্যাব জানায়, গ্রেপ্তারকৃত মো. মাইন উদ্দীন একজন ছদ্মবেশী মাদক ব্যবসায়ী। সে প্রাইভেটকারের চালকের ছদ্মবেশ ধারণ করে অভিনব কায়দায় নিষিদ্ধ মাদকদ্রব্য নারায়ণগঞ্জ ও এর আশেপাশের এলাকায় সরবরাহ করে আসছে। তার বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে র্যাব নিশ্চিত করেছে।
আপনার মতামত লিখুন :