জিয়াবুল হক : [২] কক্সবাজার টেকনাফে নিষেধাজ্ঞা অমান্য করে সাগরে মাছ শিকার করাই ১ লাখ ৯০ হাজার মিটার কারেন্ট জাল ধ্বংস করা হয়েছে।
[৩] শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা কায়সার খসরুর নেতৃত্বে এবং উপজেলা মৎস্য দপ্তরের সার্বিক ব্যবস্থাপনায় উপজেলার বিভিন্ন জেলে ঘাটে মোবাইল কোর্ট পরিচালনা করে ১ লক্ষ ৯০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে ধবংস করা হয়।
[৪] মোবাইল কোর্টে উপস্থিত ছিলেন, টেকনাফ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেন,টেকনাফ কোস্ট গার্ড কন্টিনজেন্ট কমান্ডার মোঃ আনোয়ার প্রমুখ।
[৫] উল্লেখ্য, সরকার সামুদ্রিক মাছের সুষ্ঠু প্রজনন,উৎপাদন ও সামুদ্রিক মৎস্য সম্পদ সংরক্ষণ এবং টেকসই মৎস্য আহরণের জন্য ২০ মে হতে ২৩ জুলাই পর্যন্ত মোট ৬৫ দিন সমুদ্রে সকল প্রকার মৎস্য নৌযান কর্তৃক মৎস্য আহরণ কার্যক্রম নিষিদ্ধ করেছে।
আপনার মতামত লিখুন :