খাদেমুল বাবুল : [২] জামালপুরের দেওয়ানগঞ্জে প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে টাস্কফোর্সের যৌথ অভিযানে বিসমিল্লাহ ক্লিনিক ৩০ হাজার টাকা, রাফি ডায়াগনস্টিক সেন্টারকে ২০ হাজার টাকা এবং বিসমিল্লাহ ডায়াগনস্টিক সেন্টারকে ২০ হাজার টাকাসহ ৩ অবৈধ ক্লিনিককে ৭০ হাজার টাকা জরিমানা এবং বৈধ কাগজপত্র না থাকায় আধুনিক ও সুরুভী ডায়াগনস্টিক সেন্টারকে সিলগালা করা দেওয়া হয় হয়েছে।
[৩] ২৫ মে বুধবার সন্ধা সাড়ে ছয়টার দিকে পৌরশহরে অবস্থিত ৫ টি ক্লিনিকে অভিযান চালান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও ) কামরুন্নাহার শেফা।
[৪] উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুন্নাহার শেফা জানান, স্বাস্থ্য মন্ত্রণালয়ের জারিকৃত পরিপত্রের আলোকে গৃহিত সিদ্ধান্ত মোতাবেক যৌথ অভিযান পরিচালনা করা হয়।
[৫] দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুন্নাহার শেফার নেতৃত্বে অভিযানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আহসান হাবীব, র্যাব-১৪ জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়ার্ডন লিডার আশিক উজ্জামান এবং স্কোয়ার্ড কমান্ডার ও সহকারি পুলিশ সুপার এম. এম. সবুজ রানাসহ র্যাবের সদস্যরা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :